আমি এখন এখানেই আছি-
প্রতীক্ষায় আছি, তোমার সেই শহরে…;
এখানে ঢোল কলমির চওড়া পাতায়
শিশিরেরা আড়াআড়ি ঢলে পড়ে,
ঘাসের ডগায় মুক্তোর বদলে-
গড়িয়ে মিশে ড্রেনের জলে।
পাতার ভাঁজে শুয়ে বসে ঝিমোয়-
ল্যাম্পপোস্টের তাড়ায় বাস্তুচ্যুত আঁধারের কণারা;
আর ঝোঁপের তলায় লুকোয়-
ঘুম ঘুম চোখ অভিসারী ছায়ারা;
কারণ, এখানে চাঁদের আলো লজ্জাহীনা-
হয়তো জোনাকিদেরও নেই ডানা!
পাশেই রেলের স্লিপারে...কী বীভৎস মুখ !
প্রতীক্ষায় আছি তবু আমি………,
আমার সুইসাইডাল স্বপনের প্রেতাত্মারাও আছে-
আর কংক্রীটের পাচিলে কয়েদী তুমি;
প্রাণপন পথ খুঁজে তোমার মন-
ধ্রুপদী সুখের উৎসমূলে সারাক্ষণ।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৪৩