ঘটনাটা প্রায় নয় কি দশ বছর আগের।
আমার নানু তখন বেঁচে ছিল।
কোনো একদিন নানা নানুর বেডরুমের পাশের রুমটাতে ছিলাম
আমি সেখান থেকেই তাদের টক মিষ্টি ঝগড়া শুনছিলাম।
এক পর্যায়ে শুনলাম একটা কথা যা কিনা এত বছরেও আমি ভুলতে
পারিনি।
কানে বাজে এখনো।
ব্যাপারটা এমন---
নানু-এটা আন্নের ওটা আন্নের,বেগ্গিন কী আন্নের নী.....
নানুভাই- হুম,বেগ্গিন আমার, তুঁই(তুমি) ও তো আমার.......
এই যে - তুমি ও তো আমার..............আমি ভুলতে পারছিনা এই
কথাটা।
একসাথে মানুষদুটো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বা তার ও কিছু
বেশি সময় কাটিয়েছে।
কখনো তারা হয়ত ভালবাসি বলেওনি দুজন দুজনকে।
হয়ত তাদের একসাথে ঘুরতে যাওয়া,কফিশপে যাওয়া,এটা সেটা
গিফট করা ,একসাথে সমুদ্র দেখা এসব কখনো হয়নি..........
আর ফেসবুকের ভালবাসা কী তা তো জেনেও যেতে পারলনা !!!
তবুও কতটা ভালবাসা বিশ্বাস সততা নির্ভরতা থাকলে
নির্বিঘ্নে বলে দেয়া যায়-তুমি ও তো আমার..........
এই ভালবাসার জোরেই কিনা জানিনা নানু এই নানুভাই এর হাতে
মাথা রেখেই চলে গেল তাকে ছেড়ে।
এমন মৃত্যু আমি কখনো দেখিনি আর।
এতটা শান্তির মৃত্যু।
আজ আমরা ভালবাসার কত রূপ দেখি,কতভাবেইনা ভালবাসা
খুঁজে বেড়াই কিন্তু সেই অনুভূতিটাই যেন দেখতে পাইনা।।।।
সবই যেন ব্যবসায়িক সম্পর্ক,দেয়া নেয়ার ভিত্তিতে।
ভালবাসার সংজ্ঞাটা যার যার প্রয়োজন মত বানিয়ে নিচ্ছি।
যতটা না মনে থাকে তার চেয়ে বেশি দেখানোই ভালবাসা এখন।
কাল্পনিক ভালবাসায় আজ বাস্তবতা খুঁজে মরছি ।
বাস্তবতার দোহাই দিয়ে ভালবাসা কে মেরে ফেলছি।
তুমি ও তো আমার-পরম নিশ্চিন্তে এটা বলার এবং শুনার ও মানুষ
নাই অথবা সময় নাই !!!!
ভালবাসি বলে বড় বড় কথা বলে যাই কিন্তু সত্যিকার অর্থে যখন
ভালবাসা ধরে রাখতে হয় তখন সেখানে কবি নীরব ।।।।।
মানুষ সম্পর্ক ভালবাসা সবই বড্ড বেশি রকম মেকি হয়ে গেছে
আজ।।।।
তাদের সেই যুগটাই ভালো ছিল অনেক কিছুই ছিলনা তবুও যা ছিল
পুরোপুরিই ছিল ।।।
এখনকার সময়ে অনেক কিছুই আছে তবুও নিজের জন্য কিছুই
নেই !!!!
তবু ও আজ ও হয়ত সত্যিকার ভালবাসার কিছু মানুষ আছে বলেই
এখনো পৃথিবীটা সুন্দর মনে হয়।
যত কিছুই হোক না কেন তুমি ও তো আমার - বলতে পারার মত এমন
একজন মানুষ থাকুক অন্তত সারাজীবন ।।।।
বেঁচে থাকুক ভালবাসা..........
সর্বশেষ এডিট : ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৫৩