কখনো কি খেয়াল করেছ যে মেয়েটা সকালে উঠে মায়ের হাতের বানান নাস্তা রেডি পেত,সে আজ তোমার জন্য সকাল সকাল উঠে নাশতা তৈরি করছে ।।।
যে মেয়েটার শুটকির গন্ধ সহ্য হতনা সে আজ তোমার জন্য মজা করে শুটকি রাঁধছে, তুমি যে বড় পছন্দ কর ।।।
যে হয়ত শাড়ি পরতে চাইত না কিন্তু তোমার পছন্দ বলে শাড়ি পরাও শিখে নিল ।।।।
হয়ত সে চুল বড় করতে চাইত না আজ তোমার বড় চুল পছন্দ বলে চুল বড় করছে ।।।
সে হয়ত বন্ধুদের সাথে সময় কাটানো,ঘুরে বেড়ানো পছন্দ করত কিন্তু তুমি চাওনা বলেই তাও আর করছেনা ।।।
আরও কত কি যে তোমার জন্য তোমার কথা ভেবে সে আজ আর করতে চায়না, তুমি কি তা বুঝতে পারো ???
কি হয় একটু না হয় অবাক হয়ে বললে ......।
আরে ,কী সুন্দর করে শাড়ি পরলে !!
চুল গুলো বড় হল দেখছি !!!
আজকের রান্নাটা না জোশ হয়েছে !!!
এই এতটুকুই তো যথেষ্ট ...
কিন্তু না এসব তো শুধুই নাটকে তাহসানের পক্ষেই সম্ভব।।।
বাস্তবে কী আর এসব আতলামি চলে নাকি।।।
আসলে হয় কি আপনি যা অপছন্দ করবেন আপনার সঙ্গীর তা পছন্দ হবে , আবার আপনার পছন্দের কাজটি হবে তার অপছন্দের।
তো সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে এমন হলে তো সংঘর্ষ অবশ্যম্ভাবী।।
একজনকে তো একটুখানি চেন্জ হতেই হয় ,এটা মেয়েরা খুব সহজেই করে নেয়। প্রকৃতি তাদের এই ক্ষমতা দিয়েই গড়ে তুলেছে ।।।।
বছরের পর বছর দেখা যায় একসময় আপনার ভাল লাগা সে নিজের করে নিয়েছে।
আর আপনি তো কোনোদিন খেয়ালই করলেন না !!!
করবেন কেন এ যেন প্রতিদিনের বাজার করার মতই হয়ে যায় যেন তাই না !!!!
কী হয় একটু আঁতলামি করলে , করুন না একটু পাগলামি !!!!
চাইলে আর একটু বাড়িয়ে করুন না আঁতলামি।। একটা লাল গোলাপ নিয়ে যান যদি সে বাসায় থাকে, না হয় একটা গোলাপ দেয়ার জন্যই না হয় দেখা করুন।।
আজ কোন বিশেষ দিন না হোক , বিশেষ করে নিতে দোষ কী !!!
দেখবেন লাইফ ইজ কতই না বিউটিফুল !!!
(বি:দ্র: সকল পুরুষ ও নারী জাতির জন্য প্রযোজ্য নহে। ব্যতিক্রম সর্ব ক্ষেত্রেই বিদ্যমান )
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪০