এসো এসো বন্ধুরা এদিকে এসো
ঐ যে দেখ জ্বলজ্বলে চাঁদ ,
ওর পাশে না , , ,
একটা বড় তারা আছে
তার নাম কি জানো তোমরা, জান না বুঝি ?
ওর নাম ধ্রুবতারা ।।
যার সৃষ্টি পৃথিবীর ও আগে ।
আর দেখ ওই যে পশ্চিমে ,
বড় একটা তারা ।।
এর নাম সন্ধ্যা তারা ।
আচ্ছা ভাই তোমরা কি বলতে পারো,
সুখ তারা কোথায় থাকে ?
বল ভাই , বল না !!!
কোথায় থাকে সুখ তারা ?
"আমি তো জানিনে ভাই"
ধেত্তেরিকা , , ,
তোমরা ও না আমার মত
একদম কিছুই জানো না
আমার বাবা বলত, মানুষ যখন মরে যায়
তখন আকাশের তারা হয়ে যায় ।
তখন নাকি সুখ তারার দেখা পায় , ,
আমি না ভাই , ও কথা কিছুতেই বিশ্বাস করতাম না
তোমরা কি ভাই বিশ্বাস কর ?
বল না , যদি বিশ্বাস কর বল
বাবা কে একবার খুঁজে নি ।
না হলে বলে দাও ,
সুখ তারা কথায় থাকে ??
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯