যখন ঘুমাতে যাই, তুমি এসে জ্বালাতন কর
যখন ব্যস্ততার মাঝে কাটে সময়, তখন তুমি উদয় হও
যখন বিশ্রামে থাকি, তখন তোমার দেখা মিলে না
যখন তোমাকে চাই, তুমি হারিয়ে যাও।
জোৎ¯œায় যখন ¯œান করি, তখন তুমি ঘুমের দেশে
ভাবনায় যখন ডুবি, তখন তুমি অধরা
যখন পথ চলি, তুমি কাছেই আসো না
যখন ভূলতে চাই, তুমি এসে দাও ধরা।
যখন তোমার সঙ্গ প্রত্যাশা করি, তুমি পালাও
যখন তোমার কথা ভাবি, পাগলামো করো তুমি
যখন তোমাকে ডাকি, তুমি সাড়া দাও না
তারপরও সমান্তরাল চলি আমি আর তুমি...
তুমি হেঁয়ালি করো, আমাকে দূরে রেখে
তুমি ভুলে যেতে চাও, কিন্তু পারবে না
আমার কাছাকাছি তুমি না আসলেও
দূরত্ব কিন্তু কোনো দিন বাড়বে না।
২৭.১১.১৩ রাত ১২.৪৩