চারিদিকে তাকায়া দেখেন শুধু উন্নয়নের তেল আর তেল আর তেল, এবং শুধু উন্নয়নের জোয়ার! এই জোয়ারটা হলো চেতনার জোয়ার, পদ্মা সেতুর দৃশ্যমান স্প্যান এবং তেল টা কোনো জ্বালানি তেল নয় এটা রাজনৈতিক চামচামি টাইপ তেল, যে যত বেশি তেল দিতে পারবে সে তত উপরে উঠবে। উপরে উঠা মানে কিন্তু একেবারেই উপরে উঠে যাওয়া না! এর মানে প্রতিভা থাকতে হবে তেল দেয়ায়!
আমাদের উন্নয়নের জোয়ারে আমরা থাকতে পারতেছি না তাই দেশে সাড়ে চার কোটি বেকার! অথচ দেশে কর্ম সংস্থানের অভাব নাই, এটা অবশ্য আমাদের দেশের মন্ত্রীরা দাবি করে! তারা মাঝে মধ্যেই দাবি করে দেশ আমেরিকা হয়ে গেছে, এই সময় চালের মূল্য একাত্তর ছুঁই ছুঁই!
কোটা মুক্ত বাংলাদেশ চাই, এটা বললেই আপনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী! বিশাল ঝামেলা! এখন আন্দোলন করাও যাবে না! যা পাইতেছেন তা নিয়ে সুখে থাকেন, ঘোড়ার ঘাস কাটেন!
বিষয়টা একটু লক্ষ্য করেন, এই শাহবাগেই যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন চলাকালীন পুলিশের নিরাপত্তা ছিলো। তখন কোনো অসুবিধা হয় নাই, বরং পরিস্থিতি আরো স্বাভাবিক ছিলো। আজ যখন সাধারণ মানুষের চাওয়া পাওয়া নিয়ে দাবি জানিয়ে আন্দোলন হয়, তখনই পুলিশের হামলা! এইটা এলার্জি নাকি বাতের ব্যারাম! আসলে, সাধারণ মানুষ কোনো মানুষের ভেতর পরে না।
কোটা বৈষম্য কোথায় নেই? রাস্তায় চলতে গেলেও কোটা! ঘন্টার পর ঘন্টা সিগন্যালে বসে থাকতে হয়, শুধু ভিআইপি মুভমেন্টের জন্য! কিছু দিন পর দেখা যাবে এলাকা ভিত্তিক বসবাস কোটা হবে। মানে যার যেমন টেকা আছে সে তত পরিচ্ছন্ন এলাকায় থাকবে, বাদ বাকি মইরা যাক আর নাহলে প্রশাসন তো আছেই। কোটার চোরাবালিতে আমরা আবদ্ধ!
দেশে তো এখন গাছ পালার অভাব দেখা দিচ্ছে। বাড়ছে দূষণ। তার মানে আস্তে আস্তে অক্সিজেন কমে আসছে। এখন এখানে একটা কোটা খুব জরুরি। যেমন কে কোথায় অক্সিজেন গ্রহণ করবে, কত টুকু গ্রহণ করবে!
বাংলাদেশে আমরা এখনও পুরোপুরি স্বাধীন নই, আমাদের বাক স্বাধীনতা নেই বললেই চলে। কিছু গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ বলে কিছু থাকবে না! যদি কেউ বলেন, না দেশে যথেষ্ট পরিমাণ নাগরিক অধিকার দেয়া হয় তাহলে গতকালকে রাতে যা ঘটেছে এরপর আর কথা থাকে না।
পড়ালেখা শেষ করে একটা শিক্ষিত নাগরিক চাকুরী পায় না। এর চেয়ে দুঃখ জনক আর কিছু হয় না। একজন অযোগ্য ব্যাক্তি ঠিকই ভালো একটা পজিশনে চাকুরী করছে। সারাজীবন পড়ালেখা করে চাকুরীর জন্য যুদ্ধ করবে এর মধ্যে আবার কোটা বৈষম্য। বিষয়টা হলো এমন, পানি থেকে চিনি খুঁজে বের করার মত।
আমাদের রাষ্ট্রের অবস্থা এখন ভয়াবহ। অধিকার নিয়ে কথা বললেই খবর খারাপ!
#reformquotabd বলার সাথে সাথে
#reformBD স্লোগান দেন
কোটা হোক উন্মুক্ত,,
বৈষম্য নিপাত যাক, রাষ্ট্র মুক্ত হোক।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ১০:২০