হাজারো গল্প কবিতার ভিড়ে
পাঠক হয়েই রয়ে গেলাম,
একটা অমর লেখা লিখতে পারলাম না
ভালো লেখক হতে পারলাম না!!
কত শত লেখা পত্রিকায়, ব্লগে
প্রকাশ হয় প্রতিদিন
আমি চোখ বুলাই, পড়ি
আর পাঠক হয়েই রয়ে যাই।
ভীষণ কোনো আক্ষেপ নেই; শুধু
বুক ভরা কিছু তৃষ্ণা থেকে যায়!
ব্যস্ততার সঙ্গী হয়ে হারিয়ে ফেলি
কত অগোছালো পংক্তি
কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াস;
ভুলে যাওয়া লেখা ফিরে আসেনা আর
প্রাক্তন প্রেমিকার মতন!
একটা কবিতা লেখার ভাবনায়
কত রাত জেগে থেকে ভোর হয়ে যায়;
তবুও সেই মনের মত আসেনা লেখা
অসমাপ্ত থেকে যায় কাগজে কলমে
স্মার্টফোনের নোটপ্যাডে;
লেখে যাওয়া পাতার চিন্হ,
টুকরো টুকরো লেখা, হয়কি তা অমলিন!!
কেবলই লিখে যাওয়ার চেষ্টা; আর
তৃষ্ণার্ত হৃদয়ে পাঠক হয়েই থেকে যাওয়া।
শেষ বেলার কবির মত
শুধুই চলে যাওয়ার আভাস
"আচ্ছা কবি, কবিতা কি?
তুমি তো কখনো বলোনি"
শুধু এক বুক ভরা কষ্ট নিয়ে
লিখে গেলে অসংখ্য কবিতা,
আমি তো কেবল সাক্ষী থেকে গেলাম
অমর সব কথামালার; আর
পাঠক হয়ে রয়ে'ই গেলাম।
কত শব্দ কত কথা রঙ্গীন মলাটে বাঁধানো
অমর হয়ে রইলো
হারিয়ে না যাওয়ার জগতে!
টেবিলে গোছানো;
কালবিজয়ী কবিতা, প্রবন্ধ সমগ্র
কখনো জীবনানন্দ নয়তো হুমায়ুন
কখনো শীর্ষেন্দু অথবা সমরেশ;
বইয়ের পাতা থেকে জীবনের পাতায়
এঁকে গেছে সব আত্মজীবনী;
সব লেখার ভিড়ে পাঠক হয়েই রয়ে গেলাম।
[ একান্ত নিজস্ব কিছু অভিব্যক্তি থেকে লেখা, ভীষণ কোন কষ্ট থেকেও নয়! এটাকে কবিতা বলার চেয়ে অ-কবিতা বলাই ভালো। বা মনে করতে পারেন বেহুদাই কবিতার মতন করে কিছু একটা লেখার প্রয়াশ আরকি। আমার এক বন্ধু নাম সৌরভ সে একবার বলেছিলো 'লেখক কখনো কবি হতে পারেনা' জানি না কেন তার এই কথা, আমি আজ পর্যন্ত এই কথার মানে জিজ্ঞেস করিনি। ]
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৪৬