এক বছর শুনতে কমই মনে হবে, মাত্র তিনশত পঁয়ষট্টি দিনের ব্যাপার। মার্চ মাসের ২৫ তারিখ থেকে শুরু হয় আমার সামহোয়্যারইন ব্লগে লেখালেখি। প্রথম প্রথম খুব একটা বেশি সময় দিতে পারতাম না যতটুকু সময় এখন দেই। এই অল্প সময়ের মধ্যেও এখানে একটা ভালো জগৎ গড়ে উঠেছে আমার। মনে ভালোবাসা আর ভালো কিছু করার প্রত্যয় থাকলে সময় টা বড় ব্যাপার না!
সামু তে অনেকের সাথেই খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে, যারা ব্লগে নিয়মিত লেখালেখি করেন এক অর্থে ব্লগ যাদের ঘরবাড়ি (ভুল ভ্রান্তি মার্জনা যোগ্য)। এখন আমারও একি অবস্থা ব্লগে ঢু না মারলেই নয়।
ব্লগে আমি ততটা পুরোনো না হলেও এই সময়ের মধ্যে অনেকের লেখা পড়েছি, মন্তব্য করছি, পরিচয় হয়েছি, অনেকেই শুভ কামনা জানিয়েছেন সাদরে।
আমাদের সুমন কর ভাইয়ের কথা দিয়ে শুরু করি, যিনি সিনিয়র একজন ব্লগার, সব পোষ্টেই উনার উপস্থিতি থাকবেই যা খুবই অনুপ্রেরণা মূলক। আর উনার লেখা কবিতা সেতো মনোমুগ্ধকর!
ব্লগার চাঁদগাজী ভাই, শুরুতেই উনার সাথে আমার ভালো দ্বন্দ হত, এখন আর হয় না, কারণ ইদানিং উনার পোষ্ট গুলো কারেন্ট এফায়ার্স, রাজনৈতিক ও শিক্ষা মূলক যা অবশ্যই প্রশংসনীয়, যুগোপযুগি তাই ইদানিং উনার লেখায় আমি পজিটিভ মন্তব্য করার চেষ্টা করি।
তবে চাঁদগাজী ভাইয়ের সাথে নিত্যদিন কারো না কারও সাথে বাঁধেই,,
খায়রুল আহসান ভাইয়ের মনোমুগ্ধকর কবিতা সব সময়ই হৃদয়ে দোলা দিয়ে যায়, উনার কবিতা ছাড়াও আরও কিছু লেখা রয়েছে যা খুবই সুন্দর। উনি অবসর প্রাপ্ত কর্নেল। আমার এক বন্ধু উনার বইটা হাতে নিয়ে বলছিলো এটা আমার প্রথম দেখা, কোনো আর্মি অফিসার কবিতা লিখেন তাও এতো সুন্দর!!
গিয়াস উদ্দিন সেলিম ভাই, দেশে বিদেশে কৃতী জনদের তুলে ধরায় আমি মনে করি উনার ব্যাপক অবদান। বিশেষ করে খুদে জিনিয়াসদের, এ নিয়ে ও এর বইও আছে যা সাফল্য মন্ডিত।
আহমেদ জি এস ভাই , বলছেন সাধারণ মানুষ, কিন্তু উনার গল্প কবিতার পারদর্শীতা অসাধারণ। খুব সুন্দর সব পোস্টে সমারোহে সাজানো উনার ব্লগ বাড়ি।
ড. এম এই আলী ভাই এর জ্ঞান আর তথ্য সমৃধ্য পোষ্ট যা খুব জ্ঞানের ভান্ডার। উনি ডাক্তার হয়েও বাংলায় এতো পারদর্শী সত্যি বিস্ময়কর। ব্লগার দের জন্য উনার ভিজিটরি ফি নাই!
আছেন শাহরিয়ার কবির ভাই, উনার কবিতাও মনমুগ্ধকর। কার জন্য যেন তার অপেক্ষা! মনে অনেক প্রশ্ন
(ভুল বললে সংশোধন যোগ্য)
বিলিয়ার রহমান রিয়াজ ভাইয়ের কবিতার কথা তো আছেই। অন্য কোনো বিষয় লেখাতেও উনি দুরন্ত।
উনাকে ফেলুদা বানানোর দায়ে আমার আমি -২.০০ মিনিট যাবৎ জীবন!
বিজন রয় ভাই, সুন্দর সব কবিতা মালায় সাজানো উনার ব্লগবাড়ি।
ছড়াতে সবার বিস্ময়, আমাদের সবার বিস্ময় প্রামানিক ভাই, সহিদুল ইসলাম প্রামানিক। চা কফি যায় চাই না কেন সব রেডি, হা হা হা...
আছেন সাদা মনের মানুষ, বনে বাদারে তো আছেই দেশ ছাড়াও দেশের বাইরেও যার পদার্পন, উনার ছবি ব্লগ কে না চেনেন!
অরুনী মায়া অনু আপু, যিনি রহস্য ও সাসপেন্স খুব পছন্দ করেন। ভালো লেখিকা, গল্প, কবিতা সব ক্ষেত্রেই তার পারদর্শীতা।
জুন আপু উনার ব্লগেও ছবি ব্লগের সমাহার আর তথ্যাদি সমৃধ্ব সব পোস্ট। রম্য পোষ্টও আছে!
শায়মা আপু, কবিতা, গল্প, ভ্রমন, ছবি ব্লগে সাজানো তার ব্লগ
নুরুন নাহার লিলিয়ান আপু, দেশ বিদেশে উনার ভ্রমন। মনোমুগ্ধকর সব ছবি ব্লগ, আর গল্পে সাজানো তার ব্লগবাড়ি।
বিদ্রোহী ভৃগু ভাই তো আছেন। কবিতায় উনার উনার বিশেষ পারদর্শীতা। চেতনা মূলক কিছু কবিতা যা বরাবর উচ্চ প্রশংসনীয়।
কাজী ফাতিমা ছবি, কবিতা, গল্পে আর ছবি ব্লগে সমারহ তার ভুবন। এক কথায় দারুন
গেম চেঞ্জার ভাইয়ের মজার মজার সব পোষ্ট আর বলার দরকার বোধহয় হবে না! অসাধারণ
হালিহালি গল্প নিয়ে আছেন আমাদের হাতুড়ে লেখক ভাই, উনি কিন্তু নামেই হাতুড়ে!
বিস্ময়কর আগমন, নাম তার নাঈম জাহাঙ্গীর নয়ন। কবিতা, গান, আর গল্পে তার সমাহার। অসাধারণ..
গল্প কবিতা নিয়ে সব সময় উপস্থিত মোস্তফা সোহেল ভাই।
সামিউল ইসলাম বাবু ভাই, উনি খুব সুন্দর কবিতা ও সচেতনতামূলক পোস্ট করেন যা দারুন।
প্রমুখ অনেকের সাথে এই ব্লগে খুব ভালো একটা পরিচয় গড়ে উঠেছে।
খুব মিস করি যাদের, দিশেহারা রাজপুত্র, সামু পাগলা, , রক্তিম দিগন্ত বেশ কয়েকদিন যাবৎ ভ্রমরের ডানা ভাইকেও দেখছিনা! আরো অনেকের নাম মনে আসছে না!
আশা করি সবাই দ্রুত ফিরে আসবেন।
এই ব্লগে লেখার আগেও আমি একটা ব্লগে টুকিটাকি লিখতাম। সেটা ছিল টেকটিউনস!
একদিন আমার এক বন্ধু নাম সৌরভ তার সাথে কথা বলছিলাম এক বড় ভাইয়ের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে। ( এই সৌরভ কে নিয়ে একটা আত্মজীবনী মূলক লেখা লিখছি যা সম্পূর্ণ হলেই পোস্ট করবো) আমি বললাম উনার সব পোস্টাইতো হাজার এর উপর লাইক পরে। সে তো বড় লেখক ব্লগে লেখেন মাঝে মাঝে ব্লগেও লেখেন, আমি জিজ্ঞেস করলাম কোন ব্লগ।
সে জানালো সামহোয়্যার ইন ব্লগে, খুব সম্ভবত কারও সাথে দ্বন্দ্বের কারণে এখন সে ব্লগিং করেনা। আমি জিজ্ঞেস করলাম ব্লগ কি ফ্রি না টাকা লাগে সে ঠিক মতো আমাকে জানাতে পারেনি। আর আমিও তেমন একটা মাথা ঘাময়নি এ বিষয়ে, কারণ সে সময়টায় খুব ভালো বিপদে পড়েছিলাম!
আমার লেখা কবিতা গুলো প্রায়ই তারেক পড়তো, এখনো পড়ে, সে বলছিলো এভাবে লেখা আড়াল করে না রেখে বই বের করও। আমি বললাম, কিন্তু বই বের করা কি মুখের কথা। পরে সে জানালো তাহলে তুমি ব্লগে লিখো।
আমি বললাম, বন্ধু ব্লগ তৈরি করতে তো টাকা লাগে এতো টাকা কোত্থেকে পাবো।
সে জানালো, সামহোয়্যারইনব্লগ এ লিখো। সবাই তো লিখে।
আমি বললাম, ব্লগ থেকে তো লেখা কপিপেস্ট হয়।
তা হোক তবুও করো।
কথাবার্তা বলার কিছু দিন পরেই এই নিক খোলা, আর আস্তে লেখা শুরু।
আমার খুব গর্ব হয় আমি বাংলা ভাষায় কথা বলতে পারি, বাংলা আমার মাতৃভাষা আর সে ভাষাতেই ব্লগিং করছি, এর চেয়ে আনন্দের অনেক কিছু হতে পারে কিন্তু এর মতন খুশির আর কিছু হতে পারে না।
১ বছর ২সপ্তাহ হয়তো সময় টা অল্প তবুও এখানে আমার একটা জগৎ তৈরি হয়ে গেছে, অনেক সহ ব্লগারের সাথে সম্পর্ক হয়েছে, ভাই ও বোনের মত।
এই এক বছরের কিছু টুকরো স্মৃতি..
অস্পষ্ট স্ক্রিন শটের জন্য আন্তরিক দুঃখিত কারণ স্ক্রিনশট গুলো মোবাইল দিয়ে নেয়া পিসি এখনো ঠিক করি নাই, ভালো টেকনিক্যাল সমস্যা, মাদারবোর্ডের সাথে এখন মনিটর টাও নষ্ট হয়ে গেছে।
এছাড়াও, এখনো কিছু মেজর সমস্যায় আছি তবুও ব্লগিং লেখালেখি চালিয়ে যাচ্ছি। লেখক হতে পারি নাই এখনও ভালো লেখক তো আরও দূরের কথা, তবে এইটুকু জানি একজন লেখকের জীবনে অনেক সমস্যা বিপদ অপদ আসেই, মেনেও নিতে হয়।
জীবন আমাদের অনেক কিছুই শেখায়।
এতো ব্যস্ততার মধ্যে ছিলাম যে ১ বছর কখন পূর্ণ হয়ে গেছে তা আরও চারদিন পরে চোখে পড়েছে! একটা লেখা লিখে রেখেছিলাম সকল ব্লগার ভাই বোনদের নিয়ে একটা চিঠির মত লেখাটা পুরোনো স্মার্টফোনটায় যেটা ফেব্রুয়ারি মাসের ৬ তারিখে হারিয়ে গেছে! সাথে লেখাটাও।
সবাই ভালো থাকবেন। বৈশাখীর আগাম শুভেচ্ছা সবাইকে....
ভুল ত্রুটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। সবার সার্বিক সহযোগিতা আশা করি সবসময়।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫৯