কয়েক মুহুর্তের জন্যে হলেও করোনার আতঙ্ক ভুলে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা..
লকডাউনের এই দুই-আড়াই মাসে ঘরে বসে অনেক কিছুই লিখেছি। পৃথিবীর আবার সুস্থ হয়ে ওঠার স্বপ্নে বিভোর হয়ে লিখেছি একটি কবিতাও। লেখা শেষ করেই সেই কবিতাটি পড়তে দিয়েছিলাম বন্ধু আসিফ ইমরানকে। উল্লেখ্য, আসিফ আমার দেখা অন্যতম সেরা একজন গায়ক(আমার বন্ধু বলে বলছি না)। তাই তাকে বলেছিলাম, "এটাকে চাইলে গানের লিরিক হিসেবেও ব্যবহার করতে পারো।" ব্যস! তারপর বাকিটা ইতিহাস!
ছেলেটার সুর এবং কণ্ঠের জাদুতে এই অধমের লেখা অতি সাধারণ একটি কবিতা হয়ে উঠলো একটি অসাধারণ গান! এই গানে তার সুর এবং কণ্ঠে মিশ্রিত আবেগ-ই বলে দেয়, এই অসুস্থ পৃথিবীর সুস্থ হয়ে ওঠার স্বপ্নে বিভোর সেও!
গানটি আমার এক কথায় অসাধারণ লেগেছে! আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার লেখা এবং আসিফ ইমরানের সুর করা এই "নতুন ভোর" গানটি.....
আর হ্যাঁ, এই গানটি উৎসর্গ করা হয়েছে সেই ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে, যারা নিজেদের আপনজনদের কাছ থেকে দূরে থেকে এই করোনা পরিস্থিতি সমাধানের লক্ষ্যে প্রাণপণে লড়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের জন্যে, যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি....
তারা আমাদের জন্যে বাইরে আছেন, আমরা কি পারি না তাদের জন্যে ঘরে থাকতে??
#Stay_Home
#Stay_Safe
#Beware_of_Covid_19
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২০ সকাল ৯:৩৫