দেশটা স্বাধীন করতে সময়ে লেগেছিল ৯ মাস (যা রাজনৈতিক ইতিহাস মাত্র)!
স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচন করতে সময় লেগেছিল ২০ বছর (যা নিন্দিত ইতিহাস)!
চায়ের disposable কাপ কোথায় ফেলতে হয় ৫০ বছরেও শিখিনি (শিখবো কিনা সেটা ভবিষ্য ইতিহাস)!
থুথু রাস্তায় ফেলা উচিৎ নয় এই শিক্ষাটি ৫০ বছরেও ৫০ শতাংশ মানুষও শেখেননি (শিখব কিনা ভবিষ্য ইতিহাসও বলতে পারবে না) ।
চিকিৎসা, শিক্ষাসহ ইত্যাদি ক্ষেত্রে সরকারী পরিষেবার মান নিয়ে আপাতত আলোচনা পুরাটায় বাদ থাক; কারণ এগুলো এমন বিষয় যা কখনই ইতিহাস হবে না শুধুই বর্তমান !
আত্মসমালোচনার বিষয়টি এমন যে, ‘এটা আপনার করা উচিৎ, আমার করা দরকার নেই, কারণ আমি সাধারণত: ভুল করিনা (তাই এবিষয় নিয়ে ৫০০ বছর পরের ইতিহাস ভাববে, আপনার কোন প্রকার ঠেকা পড়েনি যে আপনি ভাববেন)!
অপরদিকে, যে ভুল বানানে কারও পঞ্চাশ পয়সারও ক্ষতি নেই! যে হয়তো ৫০টি শব্দ লিখলে ৫০শতাংশ বানান ভুল করবে তাকেও সরব হতে দেখা গেছে।
উপসংহার: ৫০ বছরে একমাত্র পাওয়া, নিজের ভুল ভুলে গিয়ে, অন্যের ভুল নিয়ে মেতে সব দু:খ ভুলে থাকা।
বি. দ্র. আমি বানান ভুল করি বিধায় এই স্ট্যাটাস টা দিলাম!
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:৪৯