জীবনে একটা সময় যা ভুল মনে হতো, এখন তা সঠিক মনে হয়, এই সঠিক মনে হওয়াটা যে সঠিক তা মনে করাটা যে সঠিক তা নয়। একটা সময়ে যা ভুল মনে হতো সেই ভুল মনে হওয়াটা যে ভুল ছিল, সেটা মনে করাটাও আবার ভুল। আবার, একটা সময় যা ভুল মনে হতো এখন তা সঠিক মনে হয়, এই সঠিক মনে হওয়াটা যে সঠিক তা নাও হতে পারে, আবার সঠিকও হতে পারে, হতে পারে পূর্বের ভুল মনে করাটাও হয়তো বা সঠিক ছিল বা ভুল ছিল।
জীবনের অনেক কিছু না পাওয়াটাও বড় কিছু পাওয়ার প্রধান নিয়ামক হয়েছে, আবার ধারনা করি কিছু না পাওয়ার ফলে অনেক কিছুই পাইনি, সেই পাওয়া না পাওয়ার পূর্বানুমীত কোন ফলাফল নেই বা মানদন্ড নেই যা দিয়ে বিচার করা যাবে যে, পেয়েছি বা বঞ্চিত হয়েছি।
ভুল ও সঠিক শব্দ দু’টি নির্বাচিত ক্ষেত্রে বিবর্তিত হয়, এই বিবর্তনের আবর্তে থাকতে পারে নানান ধরনের প্রবর্তন, থাকতে পারে নানান ধরনের আবর্তিত প্রথা। জীবনের এই সকল এলোমেলো প্রাপ্তি-অপ্রাপ্তির নামেলা অংকগুলোই জীবনকে সুন্দর মনে করার একমাত্র কারণ; ঠিক ঐ একই কারণে মৃত্যুই বেঁচে থাকার সৌন্দর্য রচনা করে।
সুতরাং প্রকৃতির সকল দ্বান্দিকতায় জীবনের নান্দনিকতা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৭