বিশ্বব্যাপী একটি জরিপ জাতিসংঘ দ্বারা পরিচালিত হয়। সেখানে একটি মাত্র প্রশ্ন জিজ্ঞেস করা হয়:
"আপনি কি বিশ্বে খাদ্যের ঘাটতির সমাধান সম্পর্কে আপনার সৎ মতামত দেবেন?"
জরিপের উত্তরগুলো ছিল এই রকম-
2) আফ্রিকার মানুষ "খাদ্য" ব্যাপারটি ভালমত বোঝেনি।
২) পূর্ব ইউরোপের মানুষ "সৎ" মানে কি তারা জানে না।
৩) পশ্চিম ইউরোপের মানুষ "অভাব" ব্যাপারটি বোঝেনি ।
৪) চীনের মানুষ "মতামত" বিষয়টি বোঝেনি।
৫) মধ্য প্রাচ্যের মানুষ "সমাধান" ব্যাপারটি বোঝেনি।
৬) দক্ষিণ আমেরিকার মানুষ "অনুগ্রহ করে" ব্যাপারটা বোঝেনি।
৭) বাংলাদেশের মানুষকে প্রশ্ন করা হলে অধিকাংশই কোন উত্তর দেননি, কেন দেনটি সেটাও বলেননি। যারা উত্তর দিয়েছেন তারা শুধু বলেছেন-দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে।
যারা বলেছেন-দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে, তাদের কাছে নিচের দু’টো প্রশ্ন করা হয়-
১) উন্নয়নের সংজ্ঞা কি এবং ২) উপরোক্ত প্রশ্নের উত্তরে আপনি ’ দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে’ কেন বল্লেন?
পরবর্তীতে যেসকল প্রশ্ন কর্তা ‘দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে’ উত্তর পান। তাদেরকে আর কখনও কোথাও খুঁজে পাওয়া যায়নি।
--সংগৃহীত ও সংযোজিত
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩৬