মানুষের বিশ্বাসই যুগে যুগে মানুষকে কোটি কোটি মানুষ হত্যায় প্ররোচিত করেছে ।
রামায়ণ, মহাভারত, ক্রুসেড, সাম্প্রতিক ওয়ার অন টেরর এবং এর বিপরীতে সৃষ্ট জিহাদীজম এসবের ভাল উদাহরণ ।
আমার পাশের ঘরের বৌদ্ধ এবং হিন্দু পরিবার দুটির সাথে আমার সামাজিক বা পারিবারিক কোন দন্ধ নেই তারপরো আমাদের বিশ্বাসের কারনে একই ছাদের নিচে থাকা সত্ত্বেও আমরা মানষিকতার দিক দিয়ে তিনটা ভিন্ন জগতের বাসিন্দা ।
আমরা দেখতে একই, আমাদের খাদ্যাভ্যাসও একই এমনকি আমাদের মুখের কথাও এক তারপরোও আমরা প্রত্যেকে যেন একে অপরের কাছে ভিন গ্রহবাসী ।
গতকাল সিলেটের গোলাপগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে একটি হিন্দু বাড়িতে হামলা হয়েছে বলে খবরে প্রকাশ ।
এখানে ধর্মের কি দোষ ? আমি জানি পার্থিব স্বার্থ হাসিলের জন্য শক্তিমানদের হাতে ধর্মটা এখানে ব্যবহৃত হয়েছে মাত্র ।
মাঝে মাঝে ভাবি রাজনীতি কি ধর্মের অংশ নাকি ধর্ম রাজনীতির অংশ ! তা না হলে হাজার হাজার বছর ধরে ক্ষমতার সাথেই এদের জড়াজড়ি কেন ?
আমি গোলাপগঞ্জের এই ন্যাক্কার জনক ঘটনার নিন্দা জানাই ।
গত ৭/০৫/১৬ তারিখ রাজনগরে নির্বাচন ডিউটি শেষে আমার এক সিনিয়রের সাথে ফিরার পথে তার চাচার বাসায় খাওয়া দাওয়া করি । তিনি হিন্দু বলে খাওয়ার বেলায় আমার বিন্দুমাত্র অস্বস্থি অনুভব হয়নি বরং রান্নার স্বাদ ছিল সেই রকম । খাওয়ার পর গাড়িতে করে সিলেট আসার পথে গল্পচ্ছলে কথা প্রসংগে তিনি বলে বসেন সিলেট আমার প্রাণের শহর । তখন তার এ কথাটি একটা মানুষের স্বাভাবিক কথা বার্তা বলেই মনে হয়েছে । কিন্তু এ কথাটি যে কোন স্বাভাবিক কথা ছিলনা এ ছিল একটা মানুষের হৃদয় নিংড়ানো ভালবাসার প্রকাশ আমি গত কাল ব্যাপারটা অনুভব করলাম ।
কাল যখন গোলাপগঞ্জে হামলার খবরটি আমার নজরে আসল তখন আমার মাথায় সিনিয়রের কথাটি প্রচন্ড শক্তি নিয়ে আঘাত করে । আমি স্তম্ভিত হয়ে গেলাম আমি ভাবনায় পড়ে গেলাম এই শহরত আমারো প্রাণের শহর । এখন আমার শক্তিহীনতার সুযোগে কেউ যদি এ শহর এ মাটি থেকে আমাকে বের করে দেয় তাহলে আমার আত্মায় কতটা আঘাত লাগতে পারে ?
যে মাটি, যে বাতাস আর মাটির স্বাদ আস্বাদন করে আমি বড় হলাম, যে মাটিতে আমার পূর্ব পুরুষরা মিশে আছেন কেউ যদি আমাকে সেখান থেকে অন্যায়ভাবে উচ্ছেদ করে দিতে চায় তাহলে আমি কোথায় যাব ?
যারা আমাকে শেষ করে দিতে চায় তারা কি জানে এ মাটির মায়া আমার আত্মার কতটা গভীরে প্রোথিত ? তাদের এ আঘাত আমার হৃদয়ের কতটা ভিতর পর্যন্ত স্পর্শ করবে ?
-------------------------------------------------------
সমগ্র ভারত বর্ষে বহু সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা মারামারির নজির থাকলেও অদ্যাবধি সিলেট এসব থেকে মুক্ত ছিল কিন্তু গোলাপগঞ্জের ঘটনা আমাদের জন্য অশনী সংকেত । হায়নাদের হিংস্র থাবা এই জনপদেও বিস্তৃত হয়েছে । এখনি যদি এই কালো হাত কেটে দেয়া না যায় তাহলে এর গ্রাস থেকে কেউ বাঁচতে পারবেনা ।
এই মাটি যেমন মুসলমানের কাছে পবিত্র তেমনি পবিত্র হিন্দুর কাছেও কেননা এই সিলেট কোন সাধারণ শহর নয় এ হচ্ছে ভারত বর্ষের জেরুজালেম ।
তাই এর শান্তি ও পবিত্রতা রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৬ রাত ৮:৫৯