কত রঙবাহারী আয়োজন, কত রঙের ছড়াছড়ি,
কে যায় কোথায়, কার গন্তব্য যে কই!
কত সুর ঝংকার রাজপথজুড়ে, ঝাঁঝা সুর লহরি;
কেউ যায় রুজি রুটির সন্ধানে, কেউ লং ড্রাইভে,
কেউ রঙ দুনিয়ার মুগ্ধতা চোখে পুরে নেয়ার আকাঙ্খা পুষে
কেউ এসব বিশ্বকে দেখাবে তাই নিজেকে টেনে আনে লাইভে।
চোখের পাতায় মোহ স্বপ্নগুলো হুড়মুড়িয়ে পড়ে কারো,
কারো মন আকাশ ব্যথায় বিবর্ণ রঙ
আর কারো মনে সুখের রঙ, গাঢ় হতে হয় আরও গাঢ়।
এই তো জীবন, এই তো দুঃখ সুখে বেঁচে থাকা,
কারো বুক ভর্তি ভালোবাসা, বৈভব, কারো যে বুকটাই ফাঁকা।
©কাজী ফাতেমা ছবি
২৩-০৩-২০২১
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০২৫ দুপুর ২:২০