©কাজী ফাতেমা ছবি
ডিসেম্বর মানে ভাবনার বুকে ডুব সাঁতারের খেলা
ডিসেম্বর মানে অঙ্ক কষা, কী পেলাম কী হারালাম
ডিসেম্বর মানে হৃদয় ছোঁয়া কিছু কথন, কিছু সম্মান
কিছু বিষ বুলি, কারো বাকা ঠোঁটের হাসি।
ডিসেম্বর মানে অনুভূতির দুয়ারে স্মৃতির কষাঘাত
কিছু প্রিয়জন হারানোর বেদনা, কাউকে কাছে পাবার আকূতি
ডিসেম্বর মানে বিয়ের আসর, সাজগুজ রমনী
বিরিয়ানির ঘ্রাণ হাওয়ায় হাওয়ায়।
ডিসেম্বর মানে কিছু সুখ অনুভবে অনুধাবন করে
নতুন আলোর অপেক্ষা;
ডিসেম্বর মানে প্রতিজ্ঞা, আসুক নতুন আলোর ভোর
নয় অগুছালো কর্ম আর,
ডিসেম্বর মানে গুছানোর তালিকা হৃদ দেয়ালে সেঁটে রাখা।
ডিসেম্বর মানে সুখের অপেক্ষার অবসান,
ডিসেম্বর মানে প্রতিক্ষা, যদি আসে নতুন আলোয় কিছু সুখ
ডিসেম্বর মানে পুরাতনের বিদায়ে মনে অদ্ভুত কষ্ট অনুভব
বয়স চলে যাওয়ার আক্ষেপ,
বুকের বাড়ী দুমড়ে মুচড়ে ভেঙ্গে যাওয়ার আওয়াজ কান পেতে শোনা।
ডিসেম্বর মানে নতুন অধ্যাসয় শুরুর অপেক্ষা
কিছু উৎকণ্ঠা কিছু অস্বস্তির বিদায়
ডিসেম্বর মানে আকাশজুড়ে আতশবাজির দামামা
শহরের বুক আলোর রোশনাই;
ডিসেম্বর মানে হতাশায় ডুবে থেকেও ঠোঁটে বুলি আওড়ানো
হ্যা পী নিউ ইয়ার, হ্যাপী নিউ ইয়ার।
ডিসেম্বর মানেই ছুটি কাটানো, সমুদ্দুরের জলে লুঠোপুটি
ডিসেম্বর মানেই অপচয়ের পাহাড়,
ডিসেম্বর মানেই শীতের কাপড় তুলে দেয়া গরীবের হাতে
আর ভার্চূয়ালে সেলফির ফানুস উড়িয়ে দেয়া;
ডিসেম্বর মানেই পুরাতন স্মৃতি বুকে নিয়ে সম্মুখে এগিয়ে চলা।
(৩১ ডিসেম্বর ২০২২)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৫