©কাজী ফাতেমা ছবি
মনের নীল ক্যানভাসে এঁকে দিয়ো সাদা ফুলের থোকা,
মনটা খঞ্জনা করে দিয়ো ও বন্ধু বোকা!
সব স্বপ্ন নিমেষেই গেল উবে
শুন, মন বিষণ্ণতায় আছে ডুবে|
নীল বেদনা ছুঁয়ে আর কত বিষণ্ণতায় ভুগি?
মন সেতারে বাজিয়ে যাও এবেলা
প্রেমের ডুগডুগি!
নিরস মনের কিনারে বাসা বেঁধেছে নিরাশা,
এবার জাগাও মনে বিন্দু আশা।
নীল জলে আছি ডুবে, মনের পটে রঙ দাও সাদা,
বর্তমান সময়, লেগে আছে দু'চোখে বিতৃষ্ণার ধাঁধা,
এসো আলগোছে বসো কাছে,
এমন গল্প বলো,
যেন সুখে মন নাচে।
চুটকি শুনাতে পারো, হাসিরা গেছে মরে
হাসিয়ে যাও বন্ধু, সুখ উচ্ছ্বাস জাগিয়ে যাও মন ঘরে,
ধরো হাত,বলো ভালোবাসি
ঠোঁটে ঝুলাও বাঁকা চাঁদ হাসি।
চারিদিকে কুখবর এসে কানে লাগায় তালা,
মনের মঞ্চে তুমি দেখাও প্রেমের যাত্রাপালা,
এপাশ ওপাশ আর করবো কত,
মন হতে বিষ চুয়ে পড়ছে অবিরত।
এসো মন সুখি করি এবেলা,
ভাসাই মন নদীতে প্রেমের ভেলা,
ভালোবাসাবাসিতে কেটে যাক দুপুর অথবা সন্ধ্যা ,
নীড়ে ফেরার বেলা হাতে তুলে দিয়ো
ও প্রিয়
একগুচ্ছ শিয়ালমুখী ফুল অথবা রজনীগন্ধ্যা!
(১৭-১২-২০২০)
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৮