©কাজী ফাতেমা ছবি
মান অভিমান পর্ব মিটে গেলেই জীবনে নেমে আসে পাহাড় সুখ,
সমঝোতায় সংসারের হাল ধরলেই শান্তি এসে দাঁড়ায় সম্মুখ,
কত তিতে কথা, কত বাকবিতন্ডা, কত বিতৃষ্ণার পাহাড় ডিঙিয়ে,
আমরাও পাখির সংসারের মত সব ভুলে প্রেমে মনকে নেই রাঙিয়ে।
আমরাও উড়ে বেড়াই প্রেম রঙ আকাশে কল্প ডানায়,
আমরাও ভালোবাসি জীবন, হারাতে চাই হাত ধরে দূর অজানায়,
ভালোবাসার রঙ ফিকে হয়ে যায় তবু মিলে না মতামত,
চাই যুক্তি অটল থাকুক, মুর্হুতেই জীবনে নেমে আসে কেয়ামত।
অথচ মেনে নিলেই হয়, তুমি অথবা আমি, দুজনেরই গুয়ার্তুমি
হেরে যেতে চাই না আমি, মুখও ফিরিয়ে নাও আলগোছে তুমি,
নিশ্চুপ নিরবতায় কেটে যায় দিন সাত অথবা দিন তিন, দুই
ঠোঁটে তালা মেলে আমরা পাশ ফিরে শুই!
রাগ পড়ে যায় ধুলায় ধীরে, কত প্রয়োজনীয় কথা ঠোঁটে বন্দি,
একদিন হাউ কাউ করে, দোষাদোষী করে আঁটি কাছে আসার ফন্দি,
মিটে যায় দু:খ বোধ, মীমাংসা হয়ে যায় বাক বিতন্ডার, আমরা সুখি,
আহা আকাশ দেখি সুখের নি:শ্বাস ছেড়ে হয়ে উর্ধ্বমূখী।
এই দেখো, পাখিদের সংসারেও নেমে এসেছে অমানিশা,
সঙ্গী পাখিটি এপাশ ওপাশ করছে, হারাচ্ছে সুখের দিশা,
বাকুম বাকুম শব্দ ঠোঁটে, কী জানি কী হয়েছে মতের বিরুদ্ধ,
এই তুমি কী জানো, ঝগড়া বিবাদ মিটে গেলেই প্রেম হয়ে যায় শুদ্ধ?
(স্যামসাং, ঢাকা)
.
(১৫-০৯-২০২০)
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৫৫