©কাজী ফাতেমা ছবি
কোন সে দুর্ভাবনায় নিজেকে দিয়েছো ঠেলে
কেনোই বা মন তোমার এলেবেলে,
মনিটর হতে চোখ সরাও, চায়ের কাপে রাখো ঠোঁট
বন্ধ চোখে এবেলা শান্তি করো লোট।
হিসেব মিলে না জীবনের কখনো, মেলানো যায় না, করিয়া জোর?
দু’চোখে তোমার আজ অমানিশা ঘোর,
এক্সেল শীটটা আপাতত করে দাও ক্লোজ,
জোর করে মিলাতে হিসেব হয়ো না অবুঝ।
কর্পোরেট সময়ের বুকে তোমার জন্য এক কাপ রঙ চা
চুমুকে চুমুকে সুখ রোদ্দুরে করো উজ্জ্বল মনের মাঁচা;
চায়ের কাপে তুলে রেখো, হিসেব না মেলানোর সন্তাপ,
অভিমানী চা তোমার বুকে ছড়াবে এক সমুদ্দুর সুখোত্তাপ।
চায়ের কাপে জমা করো পেরেশানী যত
বাড়িয়ো না অযথাই হৃদয়ে ব্যথার ক্ষত;
নিশ্চুপ বসো, একাকি তোমার উদাস দুপুর
আমি নিয়ে আসি এক কাপ কবিতা শব্দে ভরপুর।
নীলচে কলম ছুঁড়ে ফেলে কীবোর্ড হাতে নিয়েছি তুলে,
আবৃত্তিতে মন দিয়ো.... যেয়ো বিগত দুঃখবোধ ভুলে
মনে তুলে দেব তোমার আজ এক পাহাড় শব্দের ঝড়,
তুমি চেয়ারে হেলান দিয়ে শুনতে পাবে ছন্দের নির্ঝর।
এই যে....তোমার জন্য নিয়ে এসেছি এক কাপ কবিতা
তুমি মুগ্ধ না হলে এবেলা, বেকার সবই তা;
তোমার জন্যই সময় ভাসিয়েছি কবিতার জলে ও প্রিয়জন,
তুমি শিরোনামে করেছি আজ, একশত দুই কবিতার আয়োজন।
(উৎসর্গ-স্বপ্নবাজ সৌরভ ভাইয়াকে)
এই কবিতা দেখে এই কবিতার সূত্রপাত
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০২২ দুপুর ২:৪০