somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

» নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-৪ (বেলাশেষে....আকাশ ভলোবেসে)

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১। বিভিন্ন সময়ে তোলা বেলাশেষে আকাশ ভালোবেসে তোলা ছবিগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের।



©কাজী ফাতেমা ছবি
=ভালোবাসি আকাশের মেঘমালা=
সুখ স্বপ্নগুলো বেগুনী রঙ হয়ে উড়ে আমার মন আকাশে,
দুপুরের শেষ প্রায়, সূর্যটাও আগুন জ্বালিয়ে হাসে,
তবুও মন ছুঁয়ে সুখ অনুভূতি,
থরে থরে সাজানো মেঘফুল আকাশজুড়ে।

একেকটি দুপুর রোদ জ্বালাপোড়া, ক্রমেই হয় নিস্তেজ
বিকেল আলো চোখের পাতায় পড়লেই
বুক জুড়ে প্রশান্তির ধারা যায় বয়ে,
যতটুকু প্রাপ্তি এখানে, এই সুন্দর ধরায়
নিঃশ্বাসে সুখ টানি অজস্র।
(সংক্ষেপিত)
(স্যামসাং, ঢাকা)
==========================================
০২। ©কাজী ফাতেমা ছবি
=সবুজাভ প্রকৃতির বক্ষ ফুঁড়ে উঠে একেকটি গোধূলি=
উফ্ কী মায়াবী আলোর বিকেল, সুখে যাই হারিয়ে,
প্রকৃতির মনোলোভা দৃশ্য গিলি, আমি ঠাঁয় দাঁড়িয়ে;
ভাঁটফুলের পাপড়িতে মৌমাছিরা মধু লুটে,
আর তা দেখে যায় আমার বিষাদ যন্ত্রণা টুটে।

মুগ্ধ হাসি আছে ঠোঁটে ঝুলে,
এক বিকেলের বুকে হেঁটে আমি মুগ্ধতাদের নেই বুকে তুলে;
কিছু ফাগুন হাওয়া,
প্রকৃতির বুক বেয়ে করছে আসা যাওয়া...
ভালো লাগার ক্ষণগুলো যে বড় অল্প,
তবুও স্মৃতিতে জমা হয় কিছু সুখ গল্প।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং এস নাইন প্লাস, স্থান-পীঁরেরগাঁও মিয়াবাড়ী



০৩। ©কাজী ফাতেমা ছবি
=যেখানে আকাশ মিশে থাকে জলের সাথে=
নদীর কাছে গেলেই আমি যেন অসহায়, কূল কিনারাহীন লাগে
অথচ আকাশ দেখলে বুক প্রশস্ত করতেই কেবল ইচ্ছে জাগে;
নদীতে মিশে গেছে আকাশ, কোথায় তার কূল!
নদীতে চোখ রাখলেই জীবন যেন আমার অকূল।

সারি সারি নৌকায় রিযিকের ফন্দি ফিকির,
নদীর বুকে ফেরী দেখে মনে করি আল্লাহর জিকির,
ঢেউয়ে ভেসে আসে ছলছল আওয়াজ,
আমি কান পেতে শুনি নদীর জলের মিহি কুচকাওয়াজ।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং এস নাইন প্লাস, স্থান-মাওয়া পদ্মাসেতু)



০৪। ©কাজী ফাতেমা ছবি
=এ‌সো বি‌কে‌লের আ‌লো গা‌য়ে মা‌খি=
এসো গোধূলী ছুঁয়ে আ‌সি আজ, এ‌সো বি‌কে‌লের বু‌কে,
এসো সূর্য ডুবা দে‌খি, নই‌লে আদাল‌তে মামলা দে‌বো টু‌কে,
তু‌মি কি চাও হাত ধ‌রে নি‌য়ে যাই টে‌নে?
না এম‌নি‌তেই বায়না আমার ‌নে‌বে মে‌নে?

এসো আসন পে‌তে ব‌সি স্বচ্ছ জ‌ালের পুকুর পা‌রে,
চ‌লো আবেগী হই, ভা‌‌লোবা‌সি জীবন, আল‌গো‌ছে মাথা রা‌খি ঘা‌ড়ে?
ঠোঁট খু‌লো, গুনগুন গে‌য়ে যাও অ‌বিরত,
তা‌কি‌য়ে দে‌খো জ‌লে আকাশ হ‌য়ে‌ছে ঐ নত!
(সংক্ষেপিত)
(স্যা মসাং, স্থান_পী‌রেরগাও মিয়াবাড়ী, চুনারুঘাট)



০৫। ©কাজী ফাতেমা ছবি
=আমি যেন ডুবে যাওয়া সূর্য=
আমি যেন ডুবে যাওয়া সূর্য, নিমেষেই মনের রঙ যায় নিভে,
হতাশায় মুড়ানো মন, সুখ তৃষ্ণায় তৃষ্ণার্থ, জল থাকে না জিভে;
আমি যেন পশ্চিম আকাশের সূর্য,
মনে হরদম বাজে বিষাদের তূর্য।

ডুবে যেতে যেতে তবুও ভেসে উঠি,
বিকেলের বুকে পা রাখলেই বিষাদ বিতৃষ্ণার দেই ছুটি,
নিরাশার জলে হাবুডুবু খেয়ে যখনই মন হয় বিমর্ষ,
আমি আকাশে তাকিয়ে খুঁজি জীবন, খুঁজি বেঁচে থাকার হর্ষ।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং, স্থান-শাকির মোহাম্মদ)



০৬। ©কাজী ফাতেমা ছবি
=হলুদ আলোর নিচে দাঁড়িয়ে =
কী মন ভুলা‌নো বি‌কেল, কী ভীষণ মাধুর্য্যরম‌ন্ডিত আ‌লোর বেলা
অথচ ম‌নে আমার ব‌সে‌ছে আজ এক পাহাড় ব্যণথার মেলা,
এমন বি‌কেল হাতছাড়া,হ‌তে পা‌রি‌‌নি সুখী, সময় করি হেলা,
‌কেউ জা‌নে না চোখ নদী‌তে জ‌লে টুইটু্ম্বুর, বিতৃষ্ণা ভাসায় বুকে
রক্ত রঙ ভেলা।

সূর্যটা ডু‌বে যায় যায়, এখ‌নো হলুদ আ‌লো আকা‌শের বু‌কে,
ঘোর অমা‌নিশা সময় এ‌সে দাঁড়ায় সম্মু‌খে,
জমি‌নে আ‌ছি তা‌কি‌য়ে,এক সমুদ্দুর বিষণ্ণতা বু‌কে আছে ঝুঁকে,
খুব ই‌‌চ্ছে হয়, যে আমায় বিষা‌দে রা‌খে ভ‌রি‌য়ে
আদাল‌তে দেই তার না‌মে মামলা টু‌কে।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যা মসাং এস নাইন প্লাস, স্থান-জসীম উদ্দীন রোড, ঢাকা)



০৭। ©কাজী ফাতেমা ছবি
=এক আকাশের নিচে কত রঙের মানুষ=
নিত্য নৈমিত্তিক কাজ সেড়ে কেউ ফিরে নীড়ে,
গন্তব্যে আগায় কেউ, দেখে না পিছু ফিরে,
কেউ আকাশ দেখে হয় উদাসীন, ছাড়ে দীর্ঘশ্বাস,
একই আকাশের নিচে দুঃখ সুখ নিয়ে আমাদের বসবাস।

কারো মনের আকাশ কালো,
সময় বিন্দাস কারো, তার জীবন কাটে ভালো;
কেউ শ্রমের বুকে পা ফেলে হাঁটে,
বেচাকেনায় যদি পেটের হয় যোগান, সে ছুটে হাঁটে।

রঙ বাহারী দুনিয়ার রঙ বাহারী মানুষের আনাগোনা,
কারো আকাশে তাকিয়ে হয়ে যায় বুকে সুখ স্বপ্ন বোনা
এখানে অযথাই কেউ কাটায় সময় আড্ডা গল্পতে;
কেউ পেট পুরে তিনবেলা খেতে পারলেই সুখী
ওরা সুখ খুঁজে পায় অল্পতে।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং, স্থান-অজানা)



০৮। ©কাজী ফাতেমা ছবি
=ইনশাআল্লাহ আ‌লো আস‌বেই=
মহামারীর অন্ধকা‌রে ছেঁয়েছে দু‌নিয়া, আকা‌শে ঘোর অমা‌নিশা,
ঘু‌ণে খাওয়া সময়, খে‌টে খাওয়া মানুষ হারা‌লো দিশা,
আকা‌শে তা‌কি‌য়ে সবাই গু‌নে আশার প্রহর,
ইনশাআল্লাহ্ কে‌টে যা‌বে অন্ধকার, বই‌বে আশার আ‌লোর লহর।

অসুস্থতার পর সুস্থতা আ‌সে ফি‌রে,
ব্যসথার পর পরই সুখ এ‌সে ধ‌রে ঘি‌রে,
কেবল ধৈ‌‌‌‌র্যের প্রয়োজন, কেবল প্রভুর দরবা‌রে হ‌তে হয় নত
কেবল ক্ষমা প্রার্থনায় রত, তি‌নি ক্ষমা য‌দি ক‌রেন গুনাহ্ যত।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যা মসাং এস নাইন প্লাস, পী‌রেরগাও, চুনারুঘাট)



০৯। ©কাজী ফাতেমা ছবি
=আজ যেন গাছটাই সূর্যের ছাতা=
নুয়ে পড়েছে সূর্যটা পশ্চিমে, নতুন কুঁড়ির বৃক্ষটা যেন ছাতা,
এমন দৃশ্য দেখে খুলেই বসি অনায়াসে কবিতার খাতা,
সবুজাভ কুঁড়ি পাতা, স্নিগ্ধতার আবেশ,
সূর্য ডুবা ক্ষণ....... কী পরিচ্ছন্ন পরিবেশ!

বিকেলের আকাশে রক্তিম আলোর বইছে ফোয়ারা,
ফাগুন হাওয়ায় মন সুখে হলো মাতোয়ারা;
দূর্বাঘাসের ডগায় বিকেল রোদ্দুর,
এবেলা মনে সুখ এক সমুদ্দুর।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং এস নাইন প্লাস, স্থান-বিমান বন্দর যাদুঘর, ঢাকা)



১০। ©কাজী ফাতেমা ছবি
=অপরূপ সাজে সেজেছে চা বাগানের আকাশ=
সবুজ ঘাসে পা রেখেই সুখ শিহরণে উঠি কেঁপে,
দুনিয়ার তাবৎ মুগ্ধতা যেন ধরে আমায় চেপে,
আকাশে তাকিয়ে বিষ্ময়ে ফেটে পড়ে চোখ,
চা বাগানের নীল লাল মেঘ আকাশ তখন আমার সম্মুখ।

হই হুল্লোড় চারিদিকে, কেউ ব্যস্ত ছবি তোলায়,
চা বাগান সবুজ প্রকৃতি সুখে মন ভোলায়;
লজ্জাবতী ফুলে'রা নত মস্তকে যেন ঘাসের উপর,
আর চা পাতা'রা পড়ে আছে বিকেল রোদ্দুর টোপর।
(সংক্ষেপিত)
(ডিভাইস-স্যামসাং, স্থান চন্ডিছড়া চা বাগান)



১১। ©কাজী ফা‌তেমা ছ‌বি
=নিয়াম‌তের মে‌ঘে ভরে যাক আকাশ=
হতাশাগু‌লো নি‌ভে যাক, দূর হ‌য়ে যাক নিরাশা সব,
জীবন হ‌য়ে উঠুক অতীত, হ‌য়ে উঠুক সময় শৈশব;
আকাশ ভ‌র্তি থাকুক আল্লাহর রহমতের মে‌ঘে,
বইতে থাকুক হাওয়া দু‌নিয়ায় দ্রুত‌বে‌গে।

উ‌ড়ে যাক বৈরী হাওয়া উ‌ড়ে যাক অসুখী খরা,
সুস্থ হ‌য়ে উঠুক আমার আহ্লাদী ধরা,
আকা‌শের নীল ঢেকে যাক শুভ্র মে‌ঘের ভা‌জে,
উচ্ছলতা ফি‌রে আসুক আবার বু‌কের মা‌ঝে!

‌নৈরা‌শ্যের জা‌লে ব‌ন্দি আছি‌, কে‌টে যাক ‌দৈন্যর দশা,
বু‌ক পিঞ্জ‌রে হোক আবার অতী‌তের খঞ্জন প্রহর পোষা;
চো‌খের পাতায় নে‌মে আসা ঘোর অমা‌নিশা,
কে‌টে যাক সব বিষাদ, বিষণ্ণতা মোহ ‌নেশা।
(সংক্ষেপিত)
(স্যামসাং, ঢাকা)



১২। ©কাজী ফাতেমা ছবি
=ম‌নের রাডারটা স্থির ক‌রো বন্ধু=
বেলা গ‌ীড়ি‌য়ে যায় রে বন্ধু, বে‌লা যে যায় গ‌ড়ি‌য়ে,
দে‌খো জীব‌নের বি‌কে‌লে বিবর্ণ আ‌লো আ‌ছে ছ‌ড়ি‌য়ে,
ম‌নের আকা‌শে হলুদ রো‌দের আবাস,
আর তু‌মি কী না এখ‌নো অহম নি‌য়ে ক‌রো একা‌কি বসবাস।

সকাল দে‌খো‌নি হা‌তে হাত রে‌খে, দুপুর গ‌ড়ি‌য়ে যায়,
বি‌কেল এ‌সে ম‌নের তা‌রে বিষা‌দের সুর বাজায়,
তু‌মি এক‌ঘেঁয়েমীর বু‌কে মাথা রে‌খে পার ক‌রে যাও দিবা‌নি‌শি,
সময়গু‌লো যাচ্ছে দূর, ভা‌বো বন্ধু ভা‌বো, ঠোঁটে পু‌ষো না আর
‌বি‌‌ষের শি‌শি।
‌‌(সংক্ষেপিত)
(স্যা মসাং, বিমানবন্দর যাদুঘর)



১৩। ©কাজী ফাতেমা ছবি
= আকাশ বুক প্রশস্ত রাখতে শিখায়=
আকাশের রঙবাহারী রঙে চোখ রাখলেই ক্লান্তি যায় উড়ে,
আকাশে মন রাখলেই বিষাদ যায় উড়ে বহুদূরে,
বিকেলেরর আকাশে দৃষ্টি রাখলেই মনে আসে প্রশান্তি নেমে,
গোধূলী আলো মাখলেই গায়ে সময় যেন যায় থেমে।

কত রঙ মেঘ উড়ে আকাশের সীমানা জুড়ে,
বিকেলের হাওয়া বাজায় মোহ বাঁশি সুরে,
ফসলের ক্ষেতে হেমন্তের হাওয়ার ঢেউ,
আকাশের বুকে কত বেদনা জমা হয়তো, জানলো কী কেউ!
(সংক্ষেপিত)
(স্যামসাং, ময়মনসিংহ)



সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৪৩

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ১:২৭

ছবিঃ আমার তোলা।

আজ সকালের কথা বলি।
ভোর সাড়ে ছয়টায় ঘুম থেকে উঠেছি। আসলে আমি উঠি নাই, সুরভি আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে। বিছানা থেকে নামার আগে... ...বাকিটুকু পড়ুন

বেগম জিয়া ফিরুক!!

লিখেছেন শূন্য সারমর্ম, ০৯ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:১০




বেগম জিয়া গুলশান ছেড়ে লন্ডনে চলে গেছেন; ব্লগে বিভিন্ন আলোচনা লেখা-লেখি চলছে,আপোষহীনতার অভাব কখনোই ছিলো না নাকি ;দেখতে শুনতে ভালো,বিদ্যায় টাইটানিক বহন করা মস্তিষ্ক। যাইহোক, বাঙালীদের জন্য এমন রাজনীতিবিদ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মূল্যবোধ.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৫:২৬

গল্পঃ মূল্যবোধ.....

নিগারের স্বামী মুকিতকে আমি চিনি। তবে তেমন ঘনিষ্ঠতা না থাকলেও মাঝেমধ্যে কথাবার্তা হয়। নিগার আমাদের দীর্ঘদিনের প্রতিবেশী কালাম ভাইর একমাত্র মেয়ে নিগার। কালাম ভাই আমার বয়োজেষ্ঠ। ছেলেবেলা থেকেই আমরা... ...বাকিটুকু পড়ুন

আপনার রাজনৈতিক প্রজ্ঞা কি ইডিয়টের লেভেলে?

লিখেছেন জেনারেশন৭১, ০৯ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১০



আপনি বাংলাদেশে বাস করে, দেশের চলমান রাজনৈতিক ঘটনাপ্রবাহকে কি সঠিকভাবে বুঝতেছেন, কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিলো, কাহারা দেশ প্রতিষ্ঠা করেছেন, কাহারা কি কারণে ইহার বিরোধীতা করেছিলো, ইহা ঠিক মতো... ...বাকিটুকু পড়ুন

ব্লগার হাসান মাহবুবের কাছে প্রশ্ন, "আমার 'পরিশুদ্ধ' হওয়ার কি দরকার আছে?"

লিখেছেন জেনারেশন৭১, ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২



**** আমি চাঁদগাজী নিকে ব্লগিং করার সময়, ব্লগার হাসান মাহবুব আমাকে ১টা গালি দিয়েছিলেন; তিনি আমার ১ পোষ্টে মন্তব্য করেছিলেন; মন্তব্যটা ছিলো, "তুমি একটা মাদারচোদ"। আমি বিনিময়ে কিছু বলিনি।... ...বাকিটুকু পড়ুন

×