(স্যামসাং এ সেভেন)
=তুমি আকাশ আমি পাখি=
রোদ্দুর যদি চোখ দেয় জ্বালিয়ে
তুমি জলের আয়নায় আকাশ দেখে নিয়ো।
এখন শরত নয়,যদি আকাশ ভালোবাসো
তবে আকাশে তাকালেই আকাশ হয়ে যাবে শরত,
তুলো মেঘের নরম ছোঁয়া খুব কী পেতে ইচ্ছে করে?
মেঘের ভেলায় ভাসতে চাও আনমনে?
অথবা পাখির ডানায় চড়ে নীল ছুঁতে চাও?
তবে এসো কার্তিকের এ বেলা
আমি তোমায় মেঘের পালকে সাজাবো
কল্প ডানায় উড়ে যেয়ো নীলে,
আমি জলের আয়নায় দেখে নেব তোমায়।
একদিন আকাশ হয়ে ফিরে এসো
মেলে দিয়ে তোমার প্রশস্ত কবোঞ্চ বুক
আমি নীলকন্ঠ পাখি,
উড়ব স্বাধীনতায় তোমার বুক আকাশে
তুমি আকাশ আমি পাখি হয়ে থেকে যাবো
অনন্তকাল কাছাকাছি।
August 9, 2018
স্যামসাং এস নাইন প্লাস
©কাজী ফাতেমা ছবি
=নিয়ে যাও দূরে, গোধূলির আলো ছুঁয়ে=
এই যে তুমি আগাচ্ছো সূর্যের পথ বেয়ে
কেবল ডাকছো আমায়,বলছো চলো হারাই
আঁধার যতই আসুক নেমে,
আমি নির্ভয়ে অজানায় পা বাড়াই!
হাতে রিনিঝিনি লাল হলুদ কাঁচের চুড়ি,
পরেছি বিকেল রঙ পাড়ের গোধূলী রঙ শাড়ি;
মাথার ঘোমটা বেয়ে কিছু অচেনা সুখ গড়ায়
তুমি কী জানো কতটা মুগ্ধতা বিরাজ করে মনের বাড়ি!
পথে ধূলো আর আকাশের রঙ উড়ে হাওয়ায়
তুমি আমি মুগ্ধতার রঙ সিঁড়ি বেয়ে পথ আগাই
গল্প খুঁনসুঁটি মাখানো একটি বিকেল কেবল তোমার আমার,
স্মৃতিঘরে থেকে যাক প্রেম স্নিগ্ধতার এমন প্রহর,
মনে তাই সুখ জাগাই।
তালপাতার পাখার হাওয়া নাইবা খেলাম এবেলা
দেখো দেখো তালপাতার ফাঁক গলে
যে সূর্যটা পশ্চিমে যাচ্ছে ধীরে ডুবে,
আলোর স্বপ্ন তবে যাক উবে
রাতের আঁধারে জোনাকির আলোয় পথ নেবো চিনে,
ডুবে যাক শহর আঁধারের তলে।
আহা কী যে মায়ায় মাখানো প্রহর এই,
তুমি কেবল দিয়ে যেয়ো এমন কিছু মুগ্ধতার বেলা,
যেখানে পা রাখলেই মন বাজারে বসবে
সুখের বেসাতি আর শত হাজার মুগ্ধতার মেলা।
January 25, 2019
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৪৭