তুমি তো জানো আমি অল্পতেই খুশি
সাধারণ জীবন যাপনে কোন আপত্তি নেই
দরকার নেই বিত্ত বৈভব!
তিনবেলা না পারলেও দুবেলা খেতে পারলেই সন্তষ্ট
মখমলে বুনা কাপড় আমার চাইনে
নিত্য ব্যবহার্য জামাকাপড় গুলো অতি সাধারণ হোক
এতেই আমার দিন চলে যাবে...
যদি তুমি পাশে থাকো...... চলবে।
হাতে গলায় চাইনে দামি অলংকার
পায়ে না হোক দামি জুতো
কিংবা নাকের নথটি চাইনে হীরার
এসব না হলেও আমার চলবে.......
যদি ছাতা হয়ে থাকো মাথায় তুমি,
প্রখর রোদ্দুরের দিনে অথবা
প্রচন্ড ঝড়েও যদি হাত ধরে থাকো
দেখবে এতেই সন্তুষ্ট, ভয়হীন আমি।
দুয়ার খুলে যদি তুমি দাঁড়িয়ে
এক গুচ্ছ গোলাপ হাতে
এক গুচ্ছ না হোক....
শুধু একটা গোলাপ হলেও চলবে
এতেই আমি খুশি।
তুমি তো জানো আমি অল্পতেই হই খুশি
দামী উপহার নাই বা দিলে
তাতে আমার কোন আক্ষেপ নেই!
কিন্তু অবহেলা! এযে আমার সহ্য নয়
কখনো অবহেলা করতে যেয়ো না!
অবহেলা উপহার দেয়ার আগে ভেবে নিয়ো একটু!
আমি অল্পতেই খুশি
মুগ্ধতায় দু’একটা কথা বলে দিয়ো-তাতেই খুশি।
মনের জানালায় উঁকি দিয়ে
ঝাঁঝালো স্বরে ভালবাসতে যেয়ো না কভু;
তুমি তো জানো অল্পতেই আমি ভেঙ্গে পড়ি
দু:খ পাই, বেদনায় ভারাক্রান্ত হয় অন্তর।
অল্পতেই খুশি, দিয়ে দিতে রাজি আমার সব
শুধু ভালবেসো অন্তর থেকে
ভালবাসার মাঝে লেনদেন পর্ব টেনে এনো না
স্পর্শটুকু দিতে চাও!
দিও অনুভূতিতে, অনুভবে
আমাকে বুঝলেই হবে
দিতে হবে না কিছুই
তুমি তো জানো বেশী কিছুর দরকার নেই আমার
আমি অল্পতেই খুশি।
March 20, 2015 at 12:01am
(কপিপেস্ট হতে দূরে থাকুন, কপি করলে কুইট্টায়ালবাম)
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৪৬