১। তুমি ভেবো-না -একদিন ঝরা ফুল হবো তুমি আমি-মিশে যাব ধূলায়-কে আর কাকে খুঁজবে তখন বলো-তার চে ঢের চলো এখন খানিক'টা চিনে রাখি-এসো চোখে রাখো চোখ।
আবারও এলাম কিছু মোবাইলগ্রাফী নিয়ে-স্যামসাং এ সেভেন ক্যামেরায় তোলা। যদিও বরাবরের মত সুন্দর হয় নি। তবু অনেকদিন ধরে পোস্ট দেয়া হচ্ছে না দেখে খারাপ লাগছে। আশাকরি উপভোগ করবেন আজকের মোবাইলগ্রাফী। সবার সকল ছবি ভাল না-্ও লাগতে পারে। এ জন্য অফটোগ্রাফার দায়ী থাকবেন না হাহাহ নিজ দায়িত্বে মেগা খরচ করে দেখুন।
২। টাকির ঝোলে পেঁপে দিবো
আরো দেবো লংকা
নিমন্তন্ন রইল বন্ধু
রেখো না মনে শংকা।
৩। সূতো ছিঁড়ে গেছে-বেলী ফুলের ঘ্রাণ মেখে নেই চুড়িতে-তুমি ছুঁয়ে দিয়ো-মুগ্ধতায় ভরে যাবে মন
রিনিঝিনি প্রেম সুর বাজুক তবে মনে এবেলা।
৪। রঙ গোলাপী-সবুজ পাতা
নাম যে তার রঙ্গন
বন্ধু তুমি যাও দেখে যাও
প্রেম ভরা মন অঙ্গন।
৫। একটি হলুদ আলোর প্রহরে তুমি এসো
হাজার তারার বাতির আলোয় আমায় নিয়ে ভেসো
খোলা আকাশের নিচে জোনাক জ্বলা প্রহর
নাই বা হলো এবেলা-তুমি পাশে
সুখে ভরুক মনের শহর।
৬। কালো পিঁপড়ে হলে তুমি
আমি হলাম ফুল গো
ছুঁতে আমায় বাড়িয়ো না হাত
করো না এই ভুল গো।
৭। রিনিঝিনি সুর তুলে কেবল ঘুরছি তোমার পাশে
মন পাবো মনটা দিয়ে-ভালবাসার আশে
তুমি বন্ধু মুখ ফিরিয়ে রইলে অথৈ দূরে
বুঝি নাকো থাকো তুমি-কোন সে আঁধার ঘোরে।
৮। ঘাসের ফাকেঁ ঝরা শিউলী-মালা গেঁথে রাখি
উড়ে এসে বসো শাখে-ওরে ময়না পাখি
শিউলী ফুলের সুবাস দেবো-দেবো ভালবাসা
হও না তুমি আমার মনে-একটু প্রেমের চাষা।
৯। একোরিয়ামের মাছ নই আমি-কেবল মনের খাঁচায় রাখবে বন্দি
এঁটো না ভুলেও তুমি এমনতরো ফন্দি
১০। একটি শিউলী মালা ভাসিয়ে দিয়ো জলে
ভিরুক এসে আমার মন ঘাটে
আমি ছুটি দিবো সেদিন সকল কর্মপাঠে।
১১।
যে পথে হেঁটে যায় মানুষ-কেউ পৌছে গন্তব্যে
কেউ রয়ে যায় এখানে, রক্তে ভেজা পথ-কেবল স্মৃতি হয়ে থাকে মানুষের মন্তব্যে।
১২। পেঁপে গাছের কাঁচা পেঁপে-রাখছি পেড়ে ঘরে
এসো ত্বরা রাঁধছি বাপু-কই মাছের ঝোলে।
ফরমালিনমুক্ত তরকারীতে অল্প দিলাম ঝাল
আজ যদি না আসো-পাবে না আর কাল।
১৩। তুমি আমি দুটো ফুল
পাশাপাশি আছি
তুমি আমায়-আমি তোমায়
নিয়ে সুখে বাঁচি।
১৪। ফুলকুঁড়ি তুই কুঁড়ি হয়ে থাক না
ফুটে গেলে যাবি ঝরে-
তুই এভাবেই ঠাঁয় দাঁড়িয়ে থাক না।
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫