©কাজী ফাতেমা ছবি
ঝিরিঝিরি বৃষ্টির কুয়াশার সিঁড়ি বেয়ে
এখানটাতে এসে থেমে গেছি,
মনের ভিতর অভিমানের ধ্বস
মনখারাপের বজ্রপাত মুহুর্মুহু
চোখে ঝুলে আছে আবছা মেঘ।
সব যোগাযোগ বন্ধ হয়ে যাক
মুঠোফোনের রিংটোন না বাজুক আজ।
তোমরা যারা পাশে আছো সরে পড়
বিষন্নতার দুয়ারে কড়া নেড়ে কি আর পাবে
কেবল বস্তাপঁচা মানহীন কিছু শব্দ!
কি করবো বল-আমি তো আর কবি নইকো!
অথবা এতটা বোধ নেই আমার-
সবার সবকিছু থাকে-না-মেনে নাও,
আমার কিছুই নেই-আমি বড্ড অগুছালো
হয়তো,শব্দগুলো মনঃপুত হয়নি তোমাদের
তবুও তোমাদের ভালবাসায় আমি সিক্ত,
অথচ তোমরা জানতে আমার শব্দগুলো মানহীন
তা জেনেও তোমরা আমার সঙ্গে ছিলে-এবং আছো,
হুটহাট সব ছেড়ে চলে যাবো-
হয়তো কবিতার খাতায় উঠে আসবে না অগুছালো শব্দ
মনের ব্যথাগুলো থেকে যাবে মনের চুরকুঠুরিতে।
আমায় আর পাবে এখানে-সেখানে-কোথাও
হয়ে যাবো দৃষ্টির সীমা ছেড়ে অদৃশ্য উধাও
তবু মান বাড়ানোর অপচেষ্টায় হবো না লিপ্ত।
তোমাদের মতামতের দাপটে ফিরে গেছে সব শব্দ
আমি বড্ড ভয় পাচ্ছি আজ লিখতে
কি লিখতে গিয়ে কি যে লিখে ফেলি
এখানেই রয়ে গেলাম আমিই আমার সঙ্গী হয়ে।
মন যে আমার ব্যথার পাহাড়
কিছু কথার তোড়ে-ধ্বস নেমেছে সেথায়
আমি এই তলিয়ে গেলাম-যাবো
তবুও মগজের উপর অত্যাচার সে আমি পারবো নে বাপু,
আমি বড্ড সহজ থাকতে চাই
সহজ শব্দের ভেলায় ভাসতে চাই
এখানেই আমার ব্যর্থতা-
তোমরা মানহীন কবিতার কাছে এসো না আর
ক্ষমা চাই-তোমাদের চোখজোড়াকে কষ্ট দেয়ার জন্য।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৬