মনোবলে শত বাঁধা ত্যাগ তিতিক্ষায়
জয়ে বিশ্ব, আত্ম বলে বলিয়ান নারী,
বিশ্বাস অটুটে জয়ী নারী পরীক্ষায়;
নারীরা পৌঁছে পর্বত হিমালয় ছাড়ি।
নেই পিছিয়ে, পুলিশ অথবা সৈনিক
কর্মস্থলে নিজ গুণে সম্মানেতে উচ্চ,
পালন করছে সব দায়িত্ব দৈনিক;
কটুক্তি পরাধীনতা সব করে তুচ্ছ।
অসহায় নয় আজ নারী বিশ্ব মাঝে
সংসার সন্তান কর্ম সকল সামলে,
দেশ, উন্নতিতে, নারী সকাল কি সাঁঝে;
দৃঢ় স্থির মনে,পড়ে সেথায় হামলে।
নারী বটবৃক্ষ, গুণী, মমতার খনি
কড়িতে নয়-কো নারী মমতায় ধনী।
June 20, 2015 at 9:40pm • Dhaka •
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২