তুমি হলে হিমু আমার
আমি তোমার রূপা
হাতটি ধরে হাঁটলে দু'জন
জীবন হবে তোফা।
হিমু পাগল শুনো একটু
দিবে হলুদ শাড়ি??
হলুদ সাজে সেজে ইচ্ছে
অজানায় দেই পাড়ি।
ইচ্ছে হলেই পাবে না যে
খুঁজে আমায় কভু
রূপাবীনে হবে দেখো
আঁধার হিমুর বিঁভু!!
তীব্র রোদে পুড়ব আমি
হবে যখন দুপুর
খালি পায়ে বালুচরে
হাঁটব পায়ে নুপূর।
হিমু যেমন দু:খ দিয়ে
সদা ভাল থাকে
তেমনি করে রূপা নীলে
হারাবে কোন্ ফাঁকে।
আবারও নিয়ে এলাম পুরোনো কিছু ছবি-যাহা কিনা পেন্সিল কিংবা এমএস পেইন্টে আঁকা। আগে কাজের ঝামেলা এত ছিল না। মন চাইলেই আঁকতাম বসে বসে। এখন আর সময় নেই আর মানুষ আঁকব না বলে সিন্ধান্ত নিয়েছি। শুধু শুধু গুনাহ কাঁধে না নেয়ার অঙ্গীকার করে ফেলেছি। মাউস দিয়ে আঁকাআঁকি আসলেই কঠিন। যেমন চোখের ক্ষতি তেমনি সময় অপচয়। যাই হোক তবুও শখ বলে কথা। আর কত রঙ আছে পেইন্টে। যেমন ইচ্ছে রঙ ঢেলে দেয়া যায় হাহাহ। সবগুলো ছবিই আগে পোস্ট করা হয়েছে। হয়তো একটা দুইটা করে। সবগুলো একসাথে রেখে দিলাম আমার প্রিয় ব্লগে।
২। জোর যার মুল্লুক তার নীতিতে বিশ্বাসী হয়ো না-জোরে অনেক কিছু ছিনিয়ে নেয়া যায় না। কই পারলে না তো এই রূপান মন ছিনিয়ে নিতে হাহাহাহা।
৩। সামন পিছন কেবল তুমি। চোখ ঘুরিয়ে কেবল তোমাকেই দেখি। এই যে তুমি আমায় দিলে উপহার- লক্ষ কোটি টাকার চেয়ে বড় উপহার-আর কিছু চাইনে বাপু-কেবল আমায় ছুঁয়ে থেকো অনন্তকাল।
৪। এটা বাবা দিবসে আঁকা
৫। বাবা দিবসের ছবি
৬। অস্পৃশ্য ভালবাসার মহা যন্ত্রণা নিয়ে তুমি স্বপ্নে করো হানা-আর িআমি বিষন্নতার হাত ধরে ছুটছি অজানার উদ্দেশ্যে। কবে তুমি বিমূর্ত থেকে হবে মূর্ত বলো-তো। সময় বেশী নেই আর-কেবল ধরা দাও একবার আমায়
৭। সাদা কালোতেই ফিরে যাবো-ফিরবো না আর তোমার রঙিন ধরায়
৮। রোমান্টিক একটা দৃশ্য- এটা দেখবেন না কেউ যেনো হাহাহাহাহাহ
৯। রঙে রঙিন ভুবন আমার-চোখে কেবল রঙ দেখি-এইযে ফড়িঙ মেখে আছে হাজার রঙ-দিবি তোর থেকে কিছু রঙ আমায় আলতো ছুঁয়ে।
১০। একটি ছাতা
দুটি মাথা
চলো হাঁটি
নগ্ন পায়ে
ভেজা মাটি
ছুয়ে আসি
ভালবাসি।
১১। এটা নীল দার কুর্চি ছিল। দেখে দেখে পেইন্টে এঁকেছিলাম
১২। অভিমানি মন কেবল কেঁদেই গেলো-কেউ হলো না তার দুসর। কেউ দিলো না সহসা অভিমান গুঁড়িয়ে। ভালবাসার নীল খামে আসে না চিঠি। কেবল অপেক্ষা-আর দীর্ঘশ্বাসে কেটে যায় দিন কি রাত।
১৩। কবি কবি ভাব নিয়ে -ঔদাসীন্যতার চরম শিখরে পৌছে সে কেবল আমায় দিয়ে যায় অযস্র নীল ব্যথা।
১৪। সুইট বাবুটারে দেখে দেখেই আঁকছিলাম
১৫। স্বাধীনতা আমার স্বাধীন
আমার দেশ আমার গর্ব
আমার অহংকার
এসো লাল সবুজের পতাকার ছায়াতলে
১৬। একটি প্রজাপতি
১৭। একলা তুমি দোদ্যেল দুলো
আমায় ফেলে কোথায়
তোমার জন্য মন যে আমার
কাঁদে হায় রে ব্যথায়।
[img|
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২