স্পর্শটুকু দিলাম আজ তোমায়, হাওয়ায় ভাসিয়ে,
ধরে নিয়ে বুক পকেটে রেখে দিয়ো প্রিয়;
আজ আর অসাড়তায় থাকতে পারছিনে,
এক সাগর উচ্ছ্বাস বুকে থই থই ঢেউ ভাঙ্গছে
সামলাতেও পারছি-নে।
উচ্ছ্বাসগুলো ভাসিয়ে দিলাম নদীর বুকে,
তুমি ঘাটে থেকো, তুলে নিও হাতের মুঠোয়;
আজ আর স্থির থাকতে পারছিনে,
দীর্ঘশ্বাসেরা আজ ছুটি নিয়েছে,
উচ্ছ্বাসরা সব আমার আঙ্গিনায়।
স্বস্তির নি:শ্বাসটা দিলাম ঠিকানাহীন হলুদ খামে পুরে,
ভালো যদি বাস তবে নিজেই খুঁজে নিয়ো;
আজ আর চুপ থাকতে পারছিনে,
এলোমেলো সুরেরা গলা এসে ভিড় করেছে,
কণ্ঠে আমার বসেছে কোকিল।
সুরের অনুরণন সব হাতের তালুয় করে ফুঁ দিলাম হাওয়ায়,
যদি সুরে সুর মিলাতে চাও, তবে ধরে নাও আমার সব সুর;
আজ আর বিষন্নতা ধরে রাখতে পারছিনে,
পাগলের মত হাসিরা বাসা বেঁধেছে ঠোঁটে;
আমি হাসছি অবিরত।
আমার সব হাসি ঝরা মর্মর পাতাদের মাঝে মিশিয়ে দিলাম,
যদি হাসির স্পর্শ নিতে চাও কুঁড়িয়ে নিও;
আজ আর একা থাকতেই পারছিনে,
সমস্ত বক্ষ জুড়ে উচ্ছ্বলতা খেলা করছে নিস্তব্ধতায়;
উচ্ছ্বলতা ছড়িয়ে দিতে চাই হাওয়ায় হাওয়ায়।
সব উচ্ছ্বলতা আজ শিশিরে ঢেলে দিলাম তোমার জন্য,
যদি অনুভব করতে চাও আমায়, শিশির আঙ্গুলের ডগায় নিয়ো;
আজ আর নিরব থাকতে পারছিনে শুনছো?
মনের উঠোনে উষ্ণ প্রস্রবনের ঝর্ণারা গড়িয়ে পড়ছে,
উষ্ণতা ছড়িয়ে পড়ছে চারপাশ।
আমার সকল উষ্ণতা বোতলে ভরে ভাসিয়ে দিলাম সরু খালটিতে,
যদি উষ্ণতায় দিতে চাও শীতল স্পর্শ, তবে উষ্ণতা হতে বন্দি করো;
আজ আর উল্লাস থামাতেই পারছিনে,
দু’চোখে উপছাচ্ছে অথৈ জোয়ার, কলকল ঢেউয়ে ঝরছে জল;
আমার চোখে বইছে খুশির অশ্রু।
আমার অশ্রুগুলো কুয়াশায় ছেড়ে দিলাম তোমার জন্য,
যদি তৃষ্ণা মিটাতে চাও চোখের জলে, তবে গ্লাসে জমা করে রেখো;
আজ আর হতাশাকে জড়িয়ে রাখতে পারছিনে,
নৈ:শব্দের হাজারো রঙ মনের আনাচে কানাচে লুকোচুরি খেলছে,
রঙধনু উঠেছে মনের আকাশে।
আমার সব আনন্দ উল্লাস, উচ্ছ্বাস, উল্লাস আজ আমি তোমাকে দিলাম,
যদি পাশে থাকো, হাতে হাত রাখো, চোখে ঝরো আনন্দ হয়ে অথবা;
ভালবাসার আলিঙ্গনে রাখো বুকে, কিংবা সাদা মেঘ হয়ে ভাসিয়ে,
নিয়ে যাও দূর দূরান্তে, তবে শিশির হয়ে স্পর্শ দাও প্রিয়;
ভালবাসায় ডুবিয়ে দাও নীল জলের গভীরে।
December 30, 2014 at 10:26pm
লেখকের নাম ছাড়া কপি-পেস্ট থেকে বিরত থাকুন (তবে এই লেখাটাসহ কপি পেস্ট করুন-কাজী ফাতেমা ছবি )
(পুরান লেখা দিয়ে ৬০০ তম পোস্ট। ভাবছিলাম ছবি পোস্ট দিমু। কিন্তু ফটোশপ নাই আপাতত -ছবি এডিটে সমস্যা হচ্ছে ব্যাপক)
সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৫