বুবু আমার অভিমানী-মুছে দিলো সুখের ছন্দ
আচম্বিতে মনে লাগল-জানি নাকো কিসের দ্বন্দ্ব।
কত কথা লিখা ছিলো- সামু ব্লগের পাতায় পাতায়
পাতাগুলো শূন্য দেখে-মন’টা কষ্টে বড্ড ছাতায়।
গল্প স্বল্প আড্ডাবাজি-কাব্য ছড়া ইসলাম কথন
ছিলো সবই সারি সারি- রেখেছে বু করে যতন।
লেখা পড়ে আনন্দেতে-দিয়েছি যে উত্তর সেথায়
কাব্য গেলো সব হারিয়ে -বুক’টা তাইতো পুড়ে ব্যথায়।
মুছে দিলো লেখা বুবু-মনে বুঝি অথৈ কষ্ট
জানি নাকো মন’টা বুবুর- করলো কে-যে এমন নষ্ট।
কার ক্ষতি’টা করলো বুবু - এখান’টাতে বলো দেখি
বুবু আমার প্রাণোবন্ত- আড্ডা গল্প নয়কো মেকি!
কাব্যগুলো পড়লে বুবুর-প্রেমের ঊর্মি উঠতো বুকে
শব্দে শব্দে ভালবাসা-আহা পড়লে কাটত সুখে।
সবই যে আজ স্মৃতি হলো-অভিমানে ধূয়ে নিলো
এত কথার কাব্যগুলো-বুবু আমার মুছে দিলো।
বুবুর ব্লগ’টা শূন্য দেখে-বুকের ভিতর মুচড়ে উঠে
লেখালেখির এই জগতে-এসে গেলো মন’টা টুটে।
ও বুবু যাওনাগো বলে-কেনো হলে অভিমানী
ভালবাসি বুবু তোমায়-নইকো আমি কবি জ্ঞানী।
কাল রাতে রাবেয়া বুবু একটা পোস্ট দিয়েছিলো। কবিতার লাইন -অন্য কবিতাতে ঢুকে পড়ার কাহিনী। যাই হোক মৌমুমু আপি সরিও বলেছিলো। কিন্তু আজ সকালে এসে দেখি রাবেয়া বুর ব্লগ শূন্য । মনটাই খারাপ হয়ে গেলো। এখানে সবাই আনন্দ পেতে আসি। আড্ডা দেই । কত জনের সাথেই তো আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। সবাই সবার পরিচিতি আপনজন। এখানে লিখে যেমন আনন্দ পাই-গল্প কবিতা আড্ডা দিতেও আনন্দ পাই। যদিও ব্লগে সময় কম দেই তবুও বলতে গেলে অনেকটা সময়ই ব্লগে কাটাই। কেনো কাটাই-ভাল লাগে বলেই তো কাটাই। কিন্তু এখানে তো আর সবার মনমানসিকতা সমান না। তবে একটা কথা না বললেই নয়- সামু ব্লগে লেখা পোস্ট করার সাথেই সাথেই প্রিয় লেখাগুলো চুরি হয়ে যায় । নিজের লেখা অন্যের নামে দেখলে খুব কষ্ট লাগে সত্যিই । যদিও অনেকে বলেন আরে লেখা চুরি যাক কিন্তু মেধা তো আর চুরি যায় না । এটা আমি মানতে পারি না আমার কস্ট লাগে কারণ একটা লেখা লেখতে অনেক সময় আর মেধার অপচয় হয়। এমন ব্যস্ত জীবনে নিজেকে ভাল রাখার জন্য অনেকেই লিখে যাচ্ছেন অথচ এই লেখা অন্যজন নিজের নামে চালিয়ে বাহবা কুড়াচ্ছে দেদারসে। যখন লেখার প্রশংসা করে তখন সেই চোর তাকে ধন্যবাদ দেয় তখন শরীরটা জ্বলে যায়। তবুও তো কিছু করার নেই। তবে লেখা চোরদের কিছু বলা উচিত। দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকেই ঠিক হয়ে যায় । ভুল স্বীকার করে এবং নিজে লিখতে চেস্টা করে। এটাও কিন্তু কম পাওয়া নয়। আমি এমন অনেককে বদলে দিয়েছি।
রাবেয়া বুর ব্লগ শূন্য দেখতেই খারাপ লাগছে। আসুন সবাই আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে ব্লগিং করি। এখানে কারো কেউ প্রতিদ্বন্দ্বী নই আমরা। জীবনটা বড় ব্যস্ত। মানুষ যন্ত্র হয়ে যাচ্ছে। এই ব্লগের কারণে যদি আমরা কিছুটা সময় আড্ডাবাজি করে আনন্দ নেই তাতে ক্ষতিই বা কি। আশাকরি রাবেয়া বু ফিরে আসবে তার লেখা নিয়ে আবারও। ব্লগ ছেড়ে যেয়ো না বুবু।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৭ দুপুর ২:৩২