#ঘুমে_কাতর_সিয়াম_রাত
রাত আমাদের ঘরে এসেছিল আজ কখনো, চুপিচুপি এসে চাঁদের পেয়ালায় ঘুম বড়ির মত অমৃত সুধা পান করিয়েছিল। বিমগ্ন ঘুমের দেশে ঘরের প্রতিটি প্রাণী বেঘোর ঘুমে আচ্ছন্ন। রাতের গায়ে মখমলের বিছানা পেতে দিয়েছিল নিশিযামিনি! চোখে আরামের পরশ বুলিয়ে দিয়ে রাত ঘুমের মন্ত্র ফুঁকে দেয়। তাইতো সবাই অচেতন হলো স্বপ্নে! সেহরি এত অনুনয় বিনয় করে কানের কাছে হাক পাড়লেও সেই হাক সহসা পৌঁছায় নি কারো কানে। সেহরি নাছোড়বান্দা তোড়াসা পল বাকি থাকতে পর্যন্ত ডেকে যাচ্ছিল। হুড়মুড় করে স্বপ্ন ভঙ্গ করে সবাই ভাতের পাতিলে হুমড়ি খেয়ে পড়ে। ভাতের থালায় হাত-মুখের যুদ্ধ চলে নির্দ্বিধায়। অবশেষে সেই যুদ্ধ থামিয়ে দেয় এসে সুবহ সাদিকের হাক এসে। আহা! মধুর সুরে সবার সম্বিত ফিরে আসে। নামাজের বিছানায় এসে থামে সেই যুদ্ধ। শেষ পর্যন্ত সিয়াম জিতে যায়!
June 20, 2016 at 4:10am
#শোকরিয়া_আল্লাহ_তোমার_দরবারে
দিনভর কাঠফাঁটা রোদ্দুর ধেয়ে বেড়ায় বাতাসের গায়ে। রোদ্দুরের লেলিহান শিখায় জ্বালিয়ে পুড়িয়ে দেয় বৃক্ষ তরু।
অথচ আকাশ ছিল নির্বিকার, আকাশ তার সারা গায়ে শুভ্র মেঘের প্রলেপ মেখে গোধূলিয়া পর্যন্ত ধেই ধেই করে নেচে বেড়ায় নীলের গা ঘেঁষে! অদ্ভুত, সূর্য অট্টহাসি দিয়ে রোদ্দুরের সাথে বন্ধুত্ব পাতে। আর ধরার মানুষ হা করে তাকিয়ে থাকে উর্ধ্বে একফোঁটা বৃষ্টির আশায়। পুরো আকাশে ছিল শুধু শুভ্র মেঘের আনাগোনা। আচানক আষাঢ় হয়ে গেলো শরত! তপ্ত গরম চিবিয়ে খেয়ে নেয় দেহের জল। প্রচুর তিরাশ প্রাণে নিয়ে মাগফেরাতের দিন পার করছে সংযমী মানুষ। এই যে এত উষ্ণতা এত ঝাঁঝাঁ রোদ্দুর তবুও কষ্ট নেই রোজাদারদের! তৃষ্ণায় হয় না কেউ কাতর! আল্লাহর কি অপূর্ব রহমত আহ্! লাখো কোটি শোকরিয়া আল্লাহ তোমার দরবারে।
June 21, 2016 at 8:33pm •
#তখন_প্রেমে_পড়তে_বড়_স্বাধ_জাগে।
বাঁধ ভাঙ্গা আলো এসে গড়িয়ে পড়ে নারকেলের পাতার ফাঁক গলে আমার পশ্চিমের বারান্দায়। না না আমার বিছানা হয় আলোর নৌকা.... জানালার গ্রীলে ঝুলে থাকে চাঁদখানা, গায়ে জড়িয়ে রূপার অলংকার। অযস্র আলোর স্রোতে আমার নৌকা হেলেদুলে আমায় ভাসায় রাতের নদীতে। নীলশুভ্র মেঘের গায়ে চাঁদ লেপ্টে থাকে আমার দিকে তার নজর তাক করে.... কি অদ্ভুত আলো আহ্। সে আলোয় পুড়িয়ে চাঁদ প্রেম শিখায়, ভালবাসতে শেখায়। শুভ্র কালো মেঘের সাথে যখন চাঁদ খেলে লুকোচুরি আমি হারিয়ে যাই অপলক আঁখিতে। আলোর ঢেউয়ে নৌকা ডুবে যেতে চায়... তখন ইচ্ছে লাগে বৈঠা হাতে কেউ বসুক এসে পাশে আমার আলোর সে নৌকাতে... আশায় গুঁড়েবালি। তখন প্রেমে পড়তে বড় স্বাধ জাগে।
June 19, 2016
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:৫৮