©কাজী ফাতেমা ছবি
#বাবা_দিবস
মাথার উপর শান্তির ছায়া
বাবা যে দাঁড়িয়ে
বুকে নিতে সুখের তরে
আছেন হাত বাড়িয়ে।
বাবার কথা মনে হলে
মন চলে যায় গায়ে
ইচ্ছে লাগে সারাটি ক্ষণ
থাকি বাবার ছায়ে।
মেয়ে আমি হলাম বলে
বাবা থেকে দূরে
দেখি নাকো মুখটি বাবার
আলো ফোটা ভোরে।
বিনা তারের টেলিফোনে
বাবার কণ্ঠ শুনি
করবো দেখা কতদিন পর
সময় কেবল গুনি।
বাবার আমার বয়স হইছে
পারেন না আর আসতে
পারেন না আর মেয়ের সাথে
একটু সুখে ভাসতে।
বাবা আমার ভাল থাকুক
দোয়া করি নিত্য
সবার সুখের ছোঁয়ায় বাবার
ভাল থাকুক চিত্ত।
২।
শিক্ষার শুরু আব্বা আমার
শিখছি জীবন ধরে
বাবার কথা স্মরণে হলে
সুখের অশ্রু ঝরে।
বন্ধু ছিলেন আব্বা মোদের
সবার সাথে সখ্য
বাড়বে মোদের জ্ঞানের সীমা
সেই ছিল তার লক্ষ্য।
মুক্তিযোদ্ধা আব্বা আমার
গর্বে ফুলে বুকটা
শান্তি লাগে দেখলে একটু
আমার আব্বার মুখটা।
ভালবাসি আব্বা আপনায়
ভাল রাখুন আল্লা’য়
পাপের খাতা শূন্য করে
নেকি ভরুন পাল্লায়।
ওগো মাবুদ প্রার্থনাতে
মনে মনে বলি
ভাল মানুষ হতে যেনো
তার আদর্শে চলি।
৩।
ভাল থাকুক সবার বাবা
সুস্থ নিরাপদে
হাল ধরো বয়সী বাবার
থেকো সব বিপদে।
বাবা হলেন একটি ঘরের
একটি বটবৃক্ষ
ভেবে দেখো মনে মনে
ব্যাপারটি খুব সুক্ষ!
বাবা ছাড়া ভাবা যায় কি
পরিবারের কথা
না থাকলে বাবা কারো তার
মনে অথৈ ব্যথা!
বাবা থাকতে করো সেবা
না থাকলে পাও কষ্ট
বাবা যখন পাশে তোমার
পথ ধরো ক্যান ভ্রষ্ট।
বাবার হাতে ধরে তুমি
শিখেছিলে হাঁটা
বুড়ো বাবার কাছে বসে
টিপে দাও না পা’টা।
একটু সেবায় খুশি বাবা
মুখের দিকে তাকাও
বেশী কথা বললে কেনো
চোখটা তবে পাকা?
তুমিও তো হবে বাবা
বুঝলে তরুণ বালক
বাবা যদি না থাকেন তো
তুমি ছেঁড়া পালক।
উপহারের বাক্স এনে
বাবার হাতে দিয়ো
বাবার খুশি তোমার খুশি
ভাগটা করে নিয়ো।
ছোটবেলা বাবা ছিলো
তোমার ধরার লাঠি
বাবা ছিলো ব্যাংক তোমার
আর যে সুখের ঘাঁটি।
বাবার লাঠি হয়ো পুরুষ
বৃদ্ধ যখন বাবা
না থাকলে যে বাবা তোমার
হতে বোকা হাবা।
বাবা তোমার জ্ঞানের মাস্টার
শিখলে জীবন ধরে
তবে কেনো বাবা পাঠাও
বৃদ্ধাশ্রমের ঘরে?
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:৫৪