মরণ চিন্তা আসলে মাথায়
নিঃশ্বাস যেনো বন্ধ লাগে
পাপের বোঝা মাথায় নিয়ে
মনে শত সংশয় জাগে।
নিঃস্ব আমি রিক্ত আমি
কিছুই নাইতো সাথে নেবার
কেউ নাই আমার আপন হয়ে
পাপের বোঝা তাকে দেবার!
মরণ যখন আসবে আমার
কেমন করে সইব কষ্ট
যমে এসে গলায় টিপে
করবে আমায় ধূলায় পিষ্ট!
বিছনা থেকে নামিয়ে লাশ
মাটির পরে রাখবে শুয়ায়
থাকব আমি নিশ্চুপ নিথর
হীম শীতল সে মাটির ছুঁয়ায়।
কান্নাকাটি আহাজারি
শুনতে কি গো পাব কানে
আবেগ মায়া থাকবে কি আর
পাথর শীতল নিথর প্রাণে।
কেমন করে একা আমায়
রাখবে নিয়ে আঁধার গোরে
পোকা মাকড় খাবে আমায়
চেটে-পুটে কোরে কোরে!
সর্প বিচ্ছু কীট পতঙ্গ
খাবে আমায় তৃপ্তি করে
কাঁদব আমি শুনবে না কেউ
রইব পড়ে একা ঘরে!
পাপের পথে সারাজীবন
পথ চলেছি রঙ্গে রসে
হিসাব নিকাশ করছি বসে
ইহকালের অংক কষে!
বেলাশষে ভাবছি এখন
পাপের বোঝা কেমনে তরাই
মরণ চিন্তা আসলে মনে
নিরবে যে অশ্রু ঝরাই।
পাপী তাপি ডাকি প্রভু
দেখাও আমায় আলোর রাস্তা
দূর করে দাও মনের অহম
তোমার প্রতি বাড়াও আস্থা।
ক্ষমা করে দাও প্রভু পাপ
কষ্ট অথৈ মনের ভিতর
ভাবলে আমি মরণ কথা
দেহ আমার হয় গো নিথর।
ও আল্লাহ্ ও প্রভু শুনো
হাত তুলেছি এই মোনাজাত
কবুল করো প্রার্থনা এই
পাপ হতে আমায় দাও নাজাত।
বাঁকা পথে কাঁটা বিছাও
সহজ পথের দিশা দেখাও
তুমি আমার প্রেম গো প্রভু
পাপপথ হতে আমায় ঠেকাও!
ইহকালের সুখের লাগি
আর যেনো প্রভু না কান্দি
পরকালের সুখের তরে
নামাজে যেনো হাত বান্ধি
August 6, 2016
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০০