ভাল না লাগলে কিছুই ভাল লাগেনা
মিঠে কথা তেতো লাগে, বিষ লাগে,
মেজাজটা মুহুর্মুহু বেসুরা গান তুলে
বজ্রনিনাদ তুলে কানে কথাগুলো যেনো।
ইচ্ছে হয় দীর্ঘশ্বাস হাতে এনে ছুঁড়ে ফেলি
নগর পিতাদের ঐ অন্তর অন্তর ডাস্টবিন।
দুমড়ে মুচড়ে দেই কারো মুখ থাপড়ায়ে,
ভাল কথাগুলো মনে হয় বস্তাপচা বাজে কথন
বুকের ভিতর তোলপাড় করা যন্ত্রণা আঁচড়ে পড়ে
সর্বাঙ্গে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয়। ভাল্লাগেনা!
কথাগুলো নেগেটিভ নয় আমি ভাল আছি খুব ভাল
শুধু ঠোঁটে কথা নেই, বলতে ইচ্ছে নেই কিছুই
সকল মিলিয়ে ভাল থাকার যন্ত্রণায় অধীর আমি।
June 4, 2016
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ১২:৩২