১/
লিখে লিখে পোস্ট করে
চাইছো কেবল বলুক লোকে
প্রশংসাতে লাইক কমেন্ট
দিক না সবাই মন্ত্র ফুঁকে!
অন্যের লেখা থাক না পড়ে
নিজে লিখেই হবো কবি
চাতক পাখি পিপাসাতে
আঁকো কেবল দুঃখের ছবি!
অন্যের পোস্টে যাও না কভু
পোস্ট করো ভুঁরি ভুঁরি
তোমরা লেখক তোমরা কবি
তোমাদের ভাই নেইকো জুড়ি!
বুঝলে না হায় বেকুব তোমরা
পেতে কিছু দিতেও যে হয়
ঝরে যাও তাই অবেলাতে
লেখালেখির হয় অবক্ষয়।
বাড়ত মেধা লেখালেখির
পড়তে যদি সবার লেখা
প্রশংসাতে ভেসে ভেসে
টানতে মনে সুখের রেখা।
২/
মন্তব্যতে বলো তোমরা বাহ্ বেশ
প্লাস প্লাস প্লাস যাও লিখে
বলে টলে আশা দিয়ে
যাওনা শেষে প্লাসের দিকে!
না দিলে সে বলো কেনো
কেমনতরো মানুষ তোমরা
ঐ যে দেখো লেখক কবির
মুখ'টা কেমন কষ্টে গুমরা।
অনুপ্রেরণা না পেলে কবি
লিখবে ক্যামনে মান বাড়িয়ে
শব্দে বাক্যে তুফান তুলে
কবির সীমা যাক ছাড়িয়ে।
ভেবো না সে আমার কথা
বলছি নিজের লেখার জন্য
নতুন যারা যাচ্ছে লিখে
তারাই শুধু অগ্রগন্য।
তেলা মাথায় তেল দিয়ে যাও
মানহীন লেখায় মারো প্লাস
আলোকিত ঘরেও যেনো
মারো কথার আজব ফ্লাস!
এসো তবে দেই প্রেরণা
প্লাসে কিংবা মন্তব্যেতে
পৌঁছাই গিয়ে মিলেমিশে
উচ্ছ্বলতার গন্তব্যেতে।
৩/
কত শত ভাল লেখা
নির্বাচকের দৃষ্টি এড়ায়
মন্দের ভাল লেখাগুলো
নির্বাচিত পাতায় বেড়ায়!
বুঝি নাকো ন্যায়ের নীতি
এমন কেনো সকল স্থানে
মুখ'টা চিনে মিছেমিছি
ওষ্ঠ মিলাই খ্যাতির গানে!
প্রশংসার্হ লেখাগুলো
যায় চলে যায় পোস্টের বানে
নির্বাচনে ভোটের অভাব
ভাল'র জা'গা নেই এখানে!
মান সম্মত লেখাগুলো
পাবে কেনো অবহেলা?
ভাল্লাগে না স্বজনপ্রীতি
সকল জায়গায় একই খেলা।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪