ও ভাইয়েরা ও বোনেরা - শুনছো নাকি কান্ডখানা
রাত বারোটায় ফাটবে নাকি-জন্মদিনের ভাণ্ডখানা!
কার জন্মদিন জানো নাকি- তোমরা কেহ শুনছো নাকি
চারিদিকে হই কলরব- বুঝতে কারো নেইকো বাকি!
জেসন নামের বদের হাঁড়ির- জন্মদিনের বাদ্যি বাজে
তাই বুঝি তাই তার বাড়িটা- রঙধনু রঙ রঙে সাজে!
মণ্ডা মিঠাই রসের হাঁড়ি - রসমালাই আর মিষ্টি পায়েস
নিমন্তন্ন খেতে যাব - আহা খাব করে আয়েস!
ও ভাইয়া'টা কোথায় তুমি- লুকিয়ে কি ঘরের কোণে
উপহারের পাহাড় হবে- তাই বুঝি যাও স্বপ্ন বূণে?
আগে খাওয়া, পরে পাবে- উপহারের রঙিন প্যাকেট
না খাওয়ালে মারের ভয়ে- পড়ে রেখো লাইফ জ্যাকেট!
যা ইচ্ছে তাই খেতে চাইব- দিতে হবে প্লেটে প্লেটে
দোয়া দিবো হাজার খানেক- শান্তিতে হাত রাখলে পেটে!
জন্মদিনে খেতে চাও কি? ও ভাইয়া'টা মারের মিষ্টি
নিজের গলায় গাইতে হবে- নইলে খাবে ডিমের বৃষ্টি।
কষ্ট করে জন্ম নিছো - আমাদের কি দায়'টা বলো
এখন তুমি সামনে বসে- নিজেই নিজের কান'টা ডলো।
জন্মদিনে দিবো তোমায়- সবাই মিলে এক উপহার
ভেবো নাকো ভয়ের চোটে- দিব তোমায় বেদম প্রহার।
ভালবাসার এই নমুনা - পায় কে বলো এমন করে
তোমার জন্য সাজায় রাখছি- উপহার'টা থরে থরে।
উলটা দেশের উলটা নিয়ম- জন্মদিন'টা করব পালন
খেতে দিব ঝালের ঝুলে- শুটকির সাথে মাংসের শালন!
এই ভাইয়া বলো এবার- লাগল কেমন এই আয়োজন
ভেবে দেখো আমরা তোমার-কত কাছের খুব প্রিয়জন।
২/
ছড়া লিখে সবার জন্য
ছড়ায় ছড়ায় জীবন
ছন্দে ভরা ভিতর বাড়ি
কাব্যিকতার ভুবন।
সবার জন্মদিনে সে যে
ছড়া লিখে সুন্দর
মুগ্ধতাতে যায় ভরে যায়
সবার হৃদয় বন্দর!
হাসিখুশি থাকে সদা
সবার সাথে সখ্য
ছন্দ নিয়ে গবেষনা
যেনো এ তার লক্ষ্য!
হাওয়ার তোড়ে আসল ভেসে
তার জন্মদিন আজ যে
কি লিখে দেই ছড়ায় তারে
কপালেতে ভাঁজ যে।
শুভ হোক তার জন্মদিন'টা
জানাচ্ছি শুভেচ্ছা
সুন্দর কাটুক আগত দিন
পূরণ হোক সব ইচ্ছা!
ভাল কাটুক সুস্থ থাকুক
এই যে ভাইয়া তুমি
শুদ্ধতাতে উর্বর থাকুক
তোমার বুকের জমি।
অনেক হায়াত দিয়ো মাবুদ
মোদের বাড্ডে বালক
সুখে থাকুক আপনদের সাথ
ছুঁয়ে নরম পালক।
সুস্থ রেখো নিরাপদে
জন্মদিনে দোয়া
এবার তবে দাও খানা দাও
ছড়ায় না যাও খোঁয়া।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৭ রাত ১২:৩৭