©কাজী ফাতেমা ছবি
হাসির মাঝে দুঃখকে লুকিয়ে রাখতে সক্ষম হবো,স্যার।
আপনি দেখে নিবেন সেই প্রজাপতি সময় ফের নিয়ে আসবো হাতের মুঠোয়।
-
আমি জানি স্যার, দুঃখ দুঃখ ভাব নিলে দু:খ'রা ঝেঁকে বসে মনে
টেনে হিঁছড়ে দুঃখ'রা আমায় নিয়ে ফেলে বিষন্নতার ডাস্টবিনে।
-
এ আর দিবো নে হতে আমি, ফিরে যাব ফের সেই দোয়েল সময়ে..
সেই প্রাণোবন্ত ছাত্রী আপনার... হাসিখুশি মুখাবয়ব, উচ্ছ্বল-
আজীবন প্রাণোবন্ত জীবনে চাই বসবাস...
নিরাশার জালে আর আটকাবো নে।
-
অসভ্য অসময়ের হাত,হাত থেকে ছাড়িয়ে নিব দেখে নিবেন স্যার...
আমি কভু দুঃখ ঠাঁই দিতে চাই নে আর এ পোড়া মনে..
-
স্যার, আমি তবে হয়ে যাব রোদ্দুর, মেঘেদের সাথে ভাব জমাব
আমি মুগ্ধ হতে ভালবাসি, মুগ্ধ হবো ফের
দখিনের জানালার শার্শি ছুঁয়ে থাকব, মুগ্ধতার বাতাস খেতে
ওই যে নারিকেলের পাতায় বসা কাঁঠবিড়ালী
দেখেন স্যার,কেমন হিংসেয় জ্বলে ফুঁসফুঁস করে লাফাচ্ছে...
আর এদিকে রোদ্দুর হাসছে জ্বলমলানি আলোয় সে আবারো মুগ্ধ!!
-
নয়নের ক্যানভাসে আজ এঁকে নিলাম সুখ- ঊষসী বেলার আলোয়
মুহুর্মুহু ডুবে যাবো রঙ ক্যানভাসে,ছড়িয়ে দিবো রঙ মুগ্ধতার
আমাকে আটকায়ই বা কে!! খঞ্জন ক্ষণে ফিরে যাব স্যার
আর অনুপ্রেরণায় পাব গুণমুগ্ধ আপনার আশির্বাদ!!
মুখ থুবড়ে পড়বে দুঃখ পদতলে।
আমার আর কি চাই!!
-
থ্যাংস ফর ইনস্পাইরেশন!
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২৪