কি হচ্ছে আজ জন্মভূমি মাগো তোর বুকে
চোখে নেই ঘুম সারা রাত, দু চোখের পাতায় হিংস্র হায়েনা'রা খুঁটি গেড়ে বসে আছে
বুকে ধড়াম দড়াম সন্ত্রাস আতংক শান্তিতে শুতে দিচ্ছে না!
কান পেতে শুনি ইচ্ছে, জিতে গেছে মানবতা।
মাতৃভূমি মাগো তোর বুকে অশুচির পা রেখে কে খেলে যাচ্ছে রক্তের হুলিখেলা
তাদের বুকের পাটা দেখতে অধীর! তাদের চেহারা কি মানুষের মতো!!
ত্রিশ লক্ষ জীবনের বিনিময়ে পাওয়া স্বাধীনতার ফসল, তোর সন্তানের একি করুণ হাল, দেখ মা!
মুহুর্মুহু আতশের ঝনঝনানিতে নৃত্যরত হায়েনারা, তোর বুকটা অপবিত্র করে দিচ্ছে।
বোমার আঘাতে লন্ডভন্ড হলো নিরাপত্তার বেড়াজাল,
চারিদিকে হুইশেল যাচ্ছে বেজে, নিরাপত্তার আলোয় আলোকিত আজ আমার নগরী,
না, এ যে কোনো আনন্দ মিছিল নয় মা,
শোকের মিছিল তবে সে,
নিশ্চিদ্র সে অন্ধকার ভেদ করে কোন মায়ের বুক হোলো খালি হায়!
ঈদের আনন্দ নিলো কেড়ে সে-ই বা কোন মায়ের উদরের সন্তান!
নিশ্চিদ্র রাতের বুকে হায়েনারা তাক করে আছে বন্দুক
বিচ্ছিন্ন নিরাপত্তার চাদর ওড়ে আঁধার আকাশে ঠাঁই রক্তের নিশান...
ঝরে যায় তাজা রক্ত, জন্মভূমি মা তোর বুকে রোজ রোজ হররোজ;
তবু তুই বসে স্থির নিশ্চুপ!
চ্যানেলে চ্যানেলে আজ লাইভ টেলিকাস্ট, সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাসে স্ট্যাটাসে সয়লাব...
তোর সন্তানের এই করুণ হাল বর্ণনাতীত যেনো!
একটি নিশ্চিন্ত নিউজের প্রত্যাশায় চোখগুলো নিবন্ধ টিভির পর্দায়!
সুসজ্জিত কমান্ডোর দল, কত কত বাহিনীর সাহসী সৈনিকদের বিবর্ণ চেহারায় ফুটে উঠেছে আতংক..
জিম্মি হয়ে আছে মানবতা সন্ত্রাসীর পদতলে...
ঠোঁকরে খাচ্ছে মস্তক- ধূলায় মিশে আইনের সুশাসন।
সন্ত্রাসের হুলিখেলা নির্দ্বিধায় চলছে তোর পবিত্র বুক নোংরা করে প্রতিনিয়ত..
মাগো আর কত রক্ত ঢেলে দিলে মানবতা পাবে মুক্তি!!
হাহাকার আহাজারি থামবে কবে শুনি?
সিয়ামের এই দিনে কে করলো অপবিত্র তোর বুকের জমি
বুকের বাম পাঁজরে মোঁচড়ে উঠে ব্যথায়, হায়!
কোন মায়ের চোখের কোণ যে হলো/হবে সাগর
কোন মা হারাবে তার প্রিয় সন্তান!
কিইবা আর করতে পারি কবিতায় ঢেলে দিলাম অপারগতার ক্ষোভ!
দীর্ঘশ্বাস বুকে বাজে আর্তনাদে, নি:শ্বাস বুক ফুঁড়ে উঠে বজ্র নিনাদে...
যবনিকাপাত হোক এই সিনেমাটিক ভয়ংকর কাহিনীর খুব তাড়াতাড়ি..
ভোরের আলোয় যেন প্রত্যাশার আলো জ্বলমলিয়ে উঠে চোখজুড়ে,
ভেঙ্গে যাক সন্ত্রাসের গোঁড়া, দুমড়ে মুচড়ে পড়ুক হায়েনাদের ছিন্ন বিচ্ছিন্ন দেহ,
প্রত্যাশায় বুক বেঁধে চেয়ে থাকি নিউজবারে ফলাও হোক নিউজ....মানবতা জিতে গেছে।
ছবি-নেট থেকে
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৪:২৮