পিসির হার্ডডিস্কে জমা হয়ে থাকা ছবি হতে কিছু ছবি। গ্রামের ছবি এমনিতে আমার ভাল লাগে । ছবি তোলার অনেক উপকরণ আছে সেখানে ঋতু ভেদে। বছরে একবার যাই বাড়িতে । যা দেখি সবই সুন্দর লাগে। মায়া লাগে। টিউবওয়েলের একগ্লাস পানি পান করে মনে হয় যেনো অমৃত পান করছি তেমনি প্রাকৃতিক ঝরঝরে স্নিগ্ধ সুন্দর পরিবেশ আমার চোখ মন জুড়িয়ে যায় /থাকে। ছবি না তুলে উপায় নেই। ছবি তোলার উদ্দেশ্যই হলো সুন্দর ধরে রাখা স্মৃতিতে। আজকের ছবিগুলোও তেমনি হাবিজাবি আর শেয়ালমুখী ফুলের ছবি। তেমন কোন সুন্দর বিষয়বস্থু না । ভেজার মাটিতে ঘাসের গালিচা কিংবা বুনোফুল/ঘাসফুল অই এসবই ছবির মাঝে ফুটে থাকবে। একটু কষ্ট করে দেখতে পারেন।
==ক্যানন ডি৬০০==
১। এই ছবিটার স্থান মনে নেই । কোন এক জায়গায় গোধূলী বেলার ছবি.... সন্ধ্যার রক্তিম আভায় কেমন যেনো মন প্রাণ জুড়িয়ে দেয়। তবে বিষন্নতাও ভর করে মনে । মনে হয় বেলা শেষ হলো জীবন থেকে ঝরে যাবে আরেকটি দিন।
২। ঘাসফুল অথবা বুনোফুল......
ছোট ছোট বুনোফুল
বানাতে চাই কানের দুল
হলুদ রঙ বুনোফুলে
দুদ্যোল দুল কানে দোলে।
৩। সাদা শিয়ালমুখী ফুল........ ধবধবে সাদা । দেখলেই একটা পবিত্র অনুভূতি মনে জাগ্রত হয়।
৪। আরেকটু কাছ থেকে । সাদা ফুটা ফুল........
৫। এটা পেয়ারা গাছের কুঁড়ি মনে হয় ।
৬। উপর থেকে শিয়ালমূখী। ফুটে থাকে বনে বাঁদারে ........ তবুও এর সৌন্দর্যের যেনো কমনি নেই
৭। পুরো ক্ষেতজুড়ে সাদা ফুলগুলো ফুটেছিল অবশ্য এগুলো আগাছা হিসাবে কেটে ফেলে দেয়া হবে।
৮। বটবৃক্ষে নি:সংকোচে বেয়ে বেয়ে উপরে উঠে যাচ্ছে ........ পরগাছাটি অথচ তার কোনো ভয় ডর নেই। গাছের পাতাগুলো খুব সুন্দর তবে অনেক শক্ত টানলেও বৃক্ষের দেহ ছাড়তে চায় না আঁকড়ে ধরে থাকে।
৯। আরেকটি শিয়ালমুখী সাদা ফুল
১০। বেগুনি হলুদ বুনোফুল কিংবা ঘাসফুল সবুজের বুকে এভাবেই লেপ্টে থাকে
১১। শিয়ালমুখী
১২। খুব কাছ থেকে
১৩। কিছু আফোটা ফুলও আছে
১৪।
১৫। ভাইট গাছের আফোটা ফুল । ফোটার অপেক্ষায় আছে ওরা
১৬। বেগুনি ঘাসফুল..... এদের উপর খালি পায়ে হাঁটতে মজাই লাগে
১৭। হলুদ বুনোফুল
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০১৬ রাত ১২:১১