©কাজী ফাতেমা ছবি
গাছে গাছে ধরে আছে কত শত ফল
টসটসে পাকা ফলে জিভে আসে জল
আমগুলো ঝুলে আছে মগ ডালে ডালে
জৈষ্ঠ্যের রোদ ছুঁয়েছে আম'দের গালে।
সবুজ পাতার ফাঁকে থোকা থোকা লিচু
লাল লাল লিচু পেলে লাগবেনা কিছু
ঘ্রাণ পাই মউ মউ কাঁঠালের কোয়া
মধুমাসের ফলেতে মন যায় খোয়া।
সবুজ তরমুজের ভিতরটা লাল
মিটে রসের তৃপ্তিতে ভরে যায় গাল
কালোজাম রসে ভরা খেতে স্বাদ ভারী
তরতাজা ফল খেতে ছুটে যাব বাড়ি!
জৈষ্ঠ্যের উত্তাপে পেকে যাবে সব ফল
বিষ দিয়ে ফলে শেষে করো নাক ছল।