©কাজী ফাতেমা ছবি
আবেগ হারিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে যেনো! ধীরে ধীরে
আগের মত দেখিনা স্বপ্ন এখন কাউকে ঘিরে
লিখতে পারিনা আর আবেগীয় কাব্য কিংবা ছড়া
লেখার বাগান পুড়ে ছাই অকালে লেগেছে খরা।
মন রিক্ত দেহ ক্লান্ত রোগে ভোগে হলো জরাগ্রস্থ
স্বার্থপর মানুষের জন্য মন সদা থাকে ত্রস্থ।
ন্যায়-নীতি বিসর্জনে ব্যতিব্যস্ত সবে অবেলায়
পায়ে দলে নীতিবাক্য মেতে আছে স্বার্থের খেলায়।
দূনীতি সন্ত্রাসে ডুবে যাচ্ছে আমার সোনার দেশ
নীতিবানরা গদিতে পা তুলে আছেন বসে বেশ।
মিথ্যার বেসাতি আজ অলিগলি অস্থান-কুস্থানে
স্বার্থের খেলায় সুখি যে যেথায় আছে অবস্থানে ।
অপরাধীর সকল পাপ মাফ সুপারিশ শেষে
তেলবাজরা তৈলাক্ত করে ঐ তেলমাথার কেশে।
টেন্ডারবাজি, সন্ত্রাস, গুম, খুন দৈনিক খবর
সত্য ছেড়ে মানুষের অন্তর মিথ্যায় গড়বড়।
অতি সুখের নেশায় টাকার পিছে দৌঁড়ে মানুষ
ইহকালের সম্পদ বাড়াতে তারা হারায় হুশ।
ফরমালিন,ক্যামিকেল হয়ে গেলো যেনো নিত্য খাদ্য
স্বার্থ হতে উত্তরণ পাওয়ার নেই বুঝি সাধ্য।
কঠিনের মাঝে বাস হারিয়েছি সকল আবেগ
মানবতার আকাশে আজ জমাট আঁধার মেঘ।
রক্তের মূল্যে পাওয়া স্বাধীনতা জলে বিসর্জন
মিথ্যা আঁকড়ে মানুষ সত্য ন্যায় করছে বর্জন।
লিখা হবে না কবিতা-গান অন্তর আবেগ দিয়ে
যান্ত্রিক জীবন নি:স্ব করে গেল মোর সব নিয়ে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:১৮