এভাবেই যেতে যেতে একদা পথ যাবে ফুরিয়ে
তুমি আমি সবে যাবো কোনো একসময় বুড়িয়ে
নীড়ে ফিরতে ফিরতে ক্লান্ত বেলা শেষের খেলায়
ফিরে যেতে ইচ্ছে মনে সেবেলায় এসে অবেলায়।
যে পথে হেঁটেছ তুমি পা মাড়িয়ে গিয়েছো যে পথে
ফিরতে হবে তোমায় সেপথেই উঠে উল্টো রথে
হাঁটা চলা থামবে না সব কিছু নিয়ম মাফিক
ছুটবে শুধু তুমিই ফুঁ দিলে সময়ের ট্রাফিক।
যা করেছিলে কামাই রঙিন দুনিয়ার মাঝার
বসিয়েছিলে আনন্দে সত্য কি-বা মিথ্যার বাজার
দুনিয়ার বাহাদুরি অহমিকা মিশবে ধূলায়
ঠিকানা হবে জান্নাত নয় ঠাঁই জ্বলন্ত চুলায়
ঐ বুঝি নেমে আসলো জীবন ঝড় মহাপ্রলয়
অন্তে শোবে মাটিতেই, মাটিতে হবে শেষ আলয়।