উচ্ছ্বাস মুহুর্ত সুখ সময়-- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
ব্যস্ততা প্রহর হাজার কাজ মাথায়--নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
অলস সময়---নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
আরামে বিছানায় শুয়ে উঠতে ইচ্ছে হচ্ছেনা ---- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
ঘরকন্না ঘরগৃহস্থালির কাজে সময় নেই, তা হবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
শীতে পানি ঠাণ্ডা ওজু করতে ভয়,, তা চলবে না, পানি গরম বসাতে হবে ---- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
মাথা ব্যথা শুয়ে থাকতে ইচ্ছে, নামাজের সময় চলে যায় যাক, তা হবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
পরে পড়ব, শরীর নাপাক, অজুহাত চলবে না--- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
কিছুদিনের মধ্যেই নামাজ ধরব, বললে চলবে না, কাযা হয়ে নামাজের বোঝা ঘাড়ে জমা হচ্ছে-- নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
অসুস্থ-দাঁড়াতে ননা পারলে বসে বসে নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
বসতে অপারগ-শুয়ে শুয়ে ইশারায় নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
যতক্ষণ হুশ জ্ঞান ভিতরে থাকে - --নামাজের সময় হলে নামাজ পড়তে হবে
নামাজ পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে।
কোনো মাফ নাই, একবার চিন্তা মনে এনে দেখো তোমরা কি নিয়ে যাবে সাথে??? কি জবাব দিবে?? কেউ যাবে, কোনো রঙ্গ তামাশা কাজে লাগবে না, নামাজ ছাড়া।
পাপের পাল্লা ভারি, নেকির পাল্লা ওজনহীন। তখন কি জবাব দিবে,???
একমাত্র নামাজ তোমার সঙ্গি শেষবিচারে। তুমি ত চিরদিন বেঁচে থাকবে না। সো নামাজ পড়তে হবে, পড়তেই হবে। শুধু পড়লেই হবে না, অন্যকে নামাজের দাওয়াত দিতে হবে। তবেই নামাজের পরিপূর্ণতা আসবে।
যতই আনন্দ ফুর্তি, ব্যস্ততা, দৈহিক পরিশ্রম, সময় না পাওয়ার অজুহাত থাকুক না কেনো নামাজ পড়তেই হবে।
নামাজ পড়ুন, অন্যকেও পড়তে উৎসাহিত করুন। আল্লাহ ভরসা....আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন--আমীন।