Time Travel বা সময় পরিভ্রমণ, আক্ষরিক অর্থে 'সময় অক্ষ' বরাবর সঞ্চারণ। ন্যূনতম চতুর্মাত্রিক (দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এবং সময়) এই ব্রহ্মাণ্ডে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর স্থান পরিবর্তনের অনুরূপ এক ধারণা হল এই সময় অক্ষ বরাবর সঞ্চরণ বা কালমাত্রিক সরণ (temporal displacement)।
টাইম ট্রাভেল সায়েন্স ফিকশন লেখদের জন্য সবচেয়ে জনপ্রিয় একটি বিষয়। হাজার হাজার বই লেখা হয়েছে: Time Travel History, Faster, What just happend, Time machine। বাংলাদেশে জাফর ইকবাল,সত্যজিৎ রায় প্রচুর বইয়ে অসংখ্য বার উল্লেখ করেছেন এর কথা। শয়ের উপর মুভি,কার্টুন বানানো হয়েছে টাইম ট্রাভেল নিয়ে।
এখন কথা হচ্ছে যেটা নিয়ে এত মাতামাতি সেই টাইম ট্রাভেল কি সত্যিই সম্ভব?!?!? হ্যা, থিওরিট্যাকলি সম্ভব। টাইম ট্রাভেল ২ ধরনের হতে পারে।
১/ সময়ের পিছনের দিকে যাওয়া বা অতীতে যাওয়া
২/ সময়কে অতিক্রম করে ভবিষ্যতে যাওয়া।
আমরা বিভিন্ন প্রক্রিয়ায় ভবিষ্যতে যেতে পারি। বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের মতে,সময়ের আপেক্ষিকতার সাহায্যে ভবিষ্যতে যাওয়া সম্ভব। আপেক্ষিকতাকে ব্যবহার করে সময়কে সম্প্রসারণ করা হয়। এক্ষেত্রে সময়ের পরিবর্তন ঘটে। এই পরির্বতনের ঘটার কারণ,সময় গতির এর উপর নির্ভর করে। আর এর সত্যতা প্রমাণিত। International Space Station (ISS) এ নভোচারীরা ৬ মাস থাকার পর পৃথিবীর সময় থেকে তাদের ০.০০৫ সেকেন্ডেরের ব্যবধান দেখা য়ায। এখানে তারা ৬ মাসে ০.০০৫ সেকেন্ডের টাইম ট্রাভেল করছে । ০.০০৫ সেকেন্ডে খুবই কম হলেও আমরা এর মাধ্যমে খুব সহজেই প্রমাণ পাই আলোর বেগকে কাজে লাগিয়ে টাইম ট্রাভেল সম্ভব। আপনি আলোর চেয়ে দ্রুত চলতে পারলে আপনি ভবিষ্যতে চলে যাবেন।
পদার্থবিজ্ঞানীদের অনেকেই বিশ্বাস করেন তত্ত্বগত ভাবে সময় ভ্রমণ সম্ভব হলেও তা বাস্তবসম্মত নয় কারণ এতে 'কার্যকারণ সম্পর্ক' (Causality) বিঘ্নিত হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী সময় ভ্রমণের সম্ভাবনাশূন্যতার ব্যাখ্যা দিতে গিয়ে বহু Paradox-র অবতারণা করেছেন। প্যারাডক্স মানে হল পরস্পরবিরোধী বক্ত্যব বা যুক্তি। এ প্রসঙ্গে হকিংয়ের Mad scientist paradox বিশেষভাবে স্মরণযোগ্য। ধরা যাক এক উন্মত্ত বিজ্ঞানী কোনভাবে তাঁর নিজস্ব অতীতে ফিরে গিয়ে নিজেকে হত্যা করলেন। এক্ষেত্রে যেহেতু সেই বিজ্ঞানীর অতীত প্রতিভূ নিহত হলেন, সেহেতু সেই হত্যাকাণ্ডের পরবর্তী সময় থেকে এই ব্রহ্মাণ্ডে আর তাঁর কোন অস্তিত্ব থাকা সম্ভব নয়। সেক্ষেত্রে সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে যে, তাহলে সেই বিজ্ঞানীর হত্যাকারী কে???
এমন ই আরেকটি সবচেয়ে বিখ্যাত প্যারাডক্স Grandfather পারাডক্স। আপনি যদি অতীত গিয়ে আপনার বালক দাদাকে হত্যা করেন,তাহলে আপনি আসলেন কোথাথেকে?!?!? সময় ভ্রমণের সম্ভাবনার কথা স্বীকার করে নিলে আমাদের এমন আরও বহু কূটাভাসের সম্মুখীন হতে হয়।অবশ্য রাশিয়ার পদার্থবিদ নভিকভের মতে, পদার্থবিদ্যায় যদি বহুবিশ্ব বা Paralal Universe-র অস্তিত্ব স্বীকার করে নেওয়া হয়, তাহলে সময় ভ্রমণ সংক্রান্ত প্যারাডক্সের উত্তর দেওয়া সম্ভব হবে। এই থিউরি অনুযায়ী আমরা যে মহাবিশ্বে আছি সেরকম অসীম সংখ্যক মহাবিশ্ব বর্তমান। এই মহাবিশ্বগুলো প্রায় একই রকম কিন্তু একটু আলাদা। সেখানে আমি আপনি সবাই আছি কিন্তু একটু আলাদা ধরনের। যেমন এখানে আমি মেটালহেড (মেটাল গান লাভার), ওখানে হয়ত হিপহপ (একধরনের গান) লাভার!!
মনে করেন আমাদের মহাবিশ্বে আপনি একটা লুডুর ছক্কা ছুঁড়ে মারলেন। ছক্কাটা মাটিতে পড়ার পর আপনি দেখলেন উপরের পিঠে ৪ পড়েছে। অন্য মহাবিশ্বের অন্য আপনি দেখবেন উপরের পিঠে ৩। আরেক মহাবিশ্বের আরেক আপনি দেখবেন উপরের পিঠে ৬ পড়েছে!!!
সময় পরিভ্রমণ সম্ভব হলে তা হবে মূলত এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বে। অর্থাৎ সময় পরিভ্রমণ করে আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেলেন তাহলে মূলত যা ঘটবে তা হচ্ছে আপনি সময় পরিভ্রমণ করে আমাদের চেনাজানা মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে চলে যাবেন। সেখানে গিয়ে উপস্থিত হওয়া মাত্র সেই মহাবিশ্বের গতিপ্রকৃতি পরিবর্তিত হয়ে যাবে। সময়ের সাথে সাথে আপনি যত বিশৃঙ্খলা তৈরি করবেন ততোই মহাবিশ্ব দুটোর মধ্যে পার্থক্যের পরিমাণ বাড়তে থাকবে। একবার সময় পরিভ্রমণ শুরু হলে আপনি আর কোনভাবেই আপনার নিজের জগতে ফিরে আসতে পারবেন না।আপনি যদি অতীতে গিয়ে আপনার দাদার মত দেখতে কাউকে বালক বয়সে মেরে ফেলেন, তাহলে সে আসলে আপনার দাদা না। আপনার দাদার প্যারালাল কপি। ওই দুনিয়াতে করিম মারা যাওয়ায় করিম নাতি রহিমের জন্ম হবেনা। কিন্তু বাকি ইউনিভার্সগুলোতে ঠিক ই রহিমের জন্ম হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৮