- আচ্ছা, তোমার মন খারাপ হলে কী করো?
- কেন? হতাশার সাথে কাটাকাটি খেলি।
- একলা লাগলে কী করো?
- কেন? হতাশাকে আলিঙ্গন করে শুয়ে থাকি।
- তবে মন ভাল থাকলে কী করো?
- হতাশার সাথে গাল ভরে গল্প করি।
- হঠাত্ মাঝ রাত্তিরে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেলে কী করো তবে?
- সেকি কথা! তখনও যে হতাশাই এসে আমাকে বুকে জড়িয়ে কপালে দেয় চুমু খেয়ে!
- নির্জন দুপুরে বুক খাঁ খাঁ করলে আমায় মনে পড়ে?
- ধুর ছাই! রোজ দুপুরে হতাশা আমার ক্লান্ত চোখে হাত বুলিয়ে দেয়, তোমায় মনে করার সুযোগ পাই বলো কি করে!
- রোজ সন্ধ্যায় নীড়ে ফেরা পাখিদের দেখে কেমন লাগে তোমার? আগের মত আমার অপেক্ষায় থাকো?
- হা হা! অবুঝের মতো প্রশ্ন তোমার! হতাশা আমায় ছেড়ে কোথায় যায় বলো?
- হঠাত্ যখন চলতি পথে জোড়া শালিক দেখো, তখন তুমি আমার কথা ভাবো?
- না তো! হতাশা যে চলতে থাকে আমার পায়ে পায়ে।
- কিংবা যখন তুমি এই শহরে একলা একা রিকশা করে ঘুরো?
- কেন? আমি বাঁ পাশ হয়ে বসি, হতাশা আমায় বলে, ‘আমার হাতটা শক্ত করে ধরো’।
- তবে বেশ তো ভাল আছো! তোমার হৃদয় জুড়ে শূন্য আমি, কোথাও একটু নেই!
- হিংসে হচ্ছে বুঝি? তুমিই তো আমায় যাবার বেলায় এক পৃথিবী হতাশা দিয়েছিলে।
এখন আমি তাকেই আমার হৃদয় জুড়ে আগলে রাখি বড়!
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৩