কোলাহল থেমে গেছে, অরণ্যে শুধু দীর্ঘ নিঃশ্বাস, সেই সন্ধ্যার শেষ ট্রেনের হুইসেল ক্ষীন থেকে নিশ্চুপ হয়ে গেছে অনেক আগেই। আমি হয়তো ট্রেনটা পেয়ে যাবো কোনো একদিন, তারপর গতিময় পথচলা......!
আমি জানি আমার অপেক্ষায় কেউ থাকেনি, কখনো থাকবেনা, থাকার প্রয়োজনও বোধ করেনা- তবুও কোথাও যাওয়ার জন্য ভেতরে ভেতরে বিভ্রান্ত তাড়া........!
এখন প্রান্তরে আমি, স্টেশন শুন্যতায় ঢাকা, পিছনে ঘন অন্ধকার। এভাবেই কেটে যাবে আরোও কয়েকশো বছর......!
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫৮