হে দেবদূত
***********************
সমুদ্রগহীন থেকে উঠে আসো হে দেবদূত-
দু’হাত বাড়াও
শীতল তালুতে তোমার গাল রাখতে দাও
বহুদিন ঘুমোই নি
দু’চোখে বড্ড ঘুমতৃষা
একটু ঘুমোই?
উপক্রান্তীয় সৈকতে এখন নিদারুণ গ্রীষ্মকাল
এত সুনীলতা অবিরাম উপকূল জুড়ে-
তবুও সে ভয়ংকর কালাহারি যেন
অগণিত নিরুপায় লাশ এখানে সেখানে-
শ্বাপদেরা এখন শুধু অরন্যে থাকে না
একবিংশ শতাব্দীর মানব সভ্যতা তাদের অনুমতি দিয়েছে
প্রকাশ্য ঘাতকের জনপদে মানুষ সেজে থাকতে।
নরকের ডঙ্কা তাই চারিদিকে-
তুমি কোথায় হে দেবদূত?
সুরক্ষা না দাও
অন্ততঃ এতটুকু জিগ্যেস করো
আমরা কেমন আছি,
কেউ পিপাসার্ত কি-না!
******************************************
বকুল আহমেদ
১৮-০৭-২০১৪
সিডনী