এই চোখে চোখ রেখে
বলো না ভালোবাসি
জেনে যাবে
আমার সীমাবদ্ধতার সীমানা;
ভালোবাসি?
সে কেবল একজনেরই বলার কথা ছিল,
বলেছে সে
প্রেমের কালে
তারপর চলে গেছে
হয়তো ভুলেও গেছে
কেটেছে কত দূরত্বকাল এরপর-
বিস্বাদের দিন, বারূদ সন্ধ্যা আর
অনিদ্রার দীর্ঘ দীর্ঘতর রাত
অপেক্ষার মশাল জ্বেলে বুকে
প্রতিটি প্রহরে আলো ফেলে দেখেছে
যদি থাকে কোন চিহ্ন
প্রেম কিংবা ঘৃণার
পায়নি
তবু
হৃদয় রেখেছি অক্ষত
সম্ভাব্য সকল প্রেমানুকূলতা থেকে
এই ভেবে
ফিরেও তো আসতে পারে সে...
মাঝে মাঝে মানুষও কি হয়ে যায় না
ভুলপ্রিয় দেবতা?
ছবিসূত্রঃ ইন্টারনেট