অন্ধকার ধাওয়া করে
স্বপ্ন-পিদিম নিভু নিভু
ধাওয়া করে, নেয় পিছু পিছু
খামচে ধরো শার্টের কলারে
টেনে হিঁছড়ে মাথা নত করে
চুপ মেরে বসে থাকতে বলো
ধাওয়া করে অন্ধকার!
স্বপ্ন-পিদিম নিভু নিভু
এখনি ফতোয়া দাও, যে-
ভাববে না, ভাবা নিষেধ-হারাম
আয়রন করা শার্ট-প্যান্ট পড়ো
সু-মালিশ করো বেরিয়ে পড়ো অফিসার
দেখতে এক্কেবারে বিন্দাস-আহ্ কি যে আরাম
চারদিক থেকে ধাওয়া করে নিকষ আধার
স্বপ্ন-পিদিম ধুপ করে নিভে গেলে
আর বুকের নিকটে ফেরা গেল না বলে
আফসোস ঢুকিয়ে দাও
নচেৎ মেরেই ফেলো মাথা ভরতি কবিতার পোক!
মরে যাক! শালা মরে যাক!
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২১ দুপুর ২:০৮