
আসন্ন একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রকাশের আলো দেখবে আমার প্রথম কাব্যসন্তান ‘বারুদ মিশ্রিত মৃত্তিকা’। প্রকাশনী: অনুপ্রাণন প্রকাশন; প্রচ্ছদ: নির্ঝর নৈঃশব্দ্য। অনিঃশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই অনুপ্রাণন প্রকাশনের স্বত্বাধিকারী প্রাবন্ধিক আবু এম ইউসুফ ভাইকে যিনি আমার মতো বেকারের বই প্রকাশ করে আর্থিক ঝুঁকি নিয়েছে। কৃতজ্ঞতা ও ভালোবাসা অনুপ্রাণন পরিবারের সকলের প্রতি। প্রিয় প্রচ্ছদ শিল্পী ও কবি নির্ঝর নৈঃশব্দ্য ভাইকে অফুরান ভালোবাসা ও কৃতজ্ঞতা, যিনি পরম ভালোবাসা ও শৈল্পিক ছোঁয়ায় বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন। সবশেষে যার কথা না বললেই নয় লিটলম্যাগ ‘কবিতার রাজপথ’ পত্রিকার সম্পাদক কবি মনির ইউসুফ, যার হৃদয়ে ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। জীবনে প্রাপ্তি বলতে যিনি বুঝেন মানুষের মুক্তি। মানুষকে ভালোবাসাই যার পরম ধর্ম। ‘কবিতার রাজপথ’ পত্রিকার শুরু থেকে মনির ভাইয়ের সাথে হাঁটছি আর প্রতি মুহূর্তে শিখছি। যখন এই বইটির নামকরণের হতাশায় প্রতি মুহূর্ত আমাকে বিমর্ষ করে তুলছে, ঠিক তখনি তিনি ব্যাপক সাহস যুগিয়েছে, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রিয় কবি, প্রিয় মানুষ কবি মনির ইউসুফ ভাই,যিনি আমার বহু নানা ঘটন-অঘটন, চরম কষ্ট ও দুঃখের দিনগুলোর প্রধানতম সাক্ষী। প্রতি বইমেলায় যেসব বন্ধু প্যারা দিতেন- কেন আমি বই বের করছি না; সে বন্ধুদেরও ধন্যবাদ ও ভালোবাসা। জানি না, পাঠকমহলের কাছে এই বইটি কেমন সাড়া পাবে ! সবাইকে বইমেলার নিমন্ত্রণ রইলো। প্রথম বই, প্রথম বই প্রকাশের উত্তেজনার ঘোরে ডুবে আছি, এক স্পর্শহীন আনন্দমদের নেশার ঘোরে আছি...
বিঃদ্রঃ ‘বারুদ মিশ্রিত মৃত্তিকা’ এখন অনুপ্রাণন প্রকাশনের অফিসে। বি/৬৩-৬৪ কনকর্ড এম্পোরিয়াম শপিং কমপ্লেক্স, কাঁটাবন, শাহবাগ, ঢাকা-১২০৫; মুঠোফোন: ০১৭৬৬৬৮৪৪৩৬ । ঘরে বসে সংগ্রহ করতে চাইলে; অনুপ্রাণন বিকাশ একাউন্ট; ০১৯১৯ ৫২০ ৪৭৩ এবং ০১৬১৯ ৮০৯২৩৫।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৭