এভাবে আমাকে নষ্ট করে দিতে পারো না
খোয়াবি উর্বশী, তুমি রাতের কাছে বিক্রি করে দাও
আর সকাল আমাকে আর নেয় না, দুপুরে আসে
যখন-
গোলামি করে রাতে ফিরি, শরীরবিহীন কামিনীরা
জলের ভিতর মাখামাখি করে আমাকে খায়
খুবলে-খুবলে, এ কথা কোনদিন বৌকে বলব না!
হয়ত- সে শরীর দিয়ে শরীর বুঝবে! যেন ভুল না বুঝে!
১১.৯.২০১৮, ঢাকা।