কালকের ডাকেই পাঠাব ফাগুনের আগে
শেষ চিঠিটি,সম্পর্ক মাশুলে নিঃশেষ খনিজ কথা।
নাও ভরা অঙ্কুরিত নীল নীল বিষ জলে
নিভে গেছে পলাশের আগুন অক্ষর ধারা!
চিঠি লেখা তাও শেষ হল না এ ঘনিষ্ঠ রাতে,
তাও সহজাত অভিসন্ধিতে আততায়ীর উল্লাসে ভরা!
ভালোবাসা জটিল অধ্যায়ে শ্বাপদের শাণিত অস্ত্রে
মুচমুচে যৌনতা মুঠোফোনে ভরে মুঠোতে ধরা!
স্বপ্নের বাগিচার ভালোবাসার নিমফল মুখে
গরল ঠোঁটে আমি আরেক অভিমুন্য আবার!
চক্রব্যুহ্যে ফেঁসছি!অতৃপ্ত রমনের মুদ্রা নিয়ে
রমণী জেগে আছে চুড়িভরা সাজ তার!
এক কবির প্রতিটি প্রেমের শব্দে নগ্ন সভ্যতা
ব্যাঙাচির মত কিলবিল করে!চোরাগলিতে আজও
তার প্রজ্জ্বলিত শিখায় বাঘিনীর নীল স্পর্ধা!
ঘুমিয়ে আছে আগুনের সিঁড়িতে তার ভ্রমও...
ঘুম ভাঙার আরষ্ঠতা থমকে দেয় আমাকে,
গোলাপী গোধূলির শেষে শরীরেও রাত্রি নামে!
জানি না উষসী তুমি কবি হলে কি না শেষে,
তবে তোমার মনের গভীরে দেখ রাত্রি ছেয়েছে!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৯