চারপাশে এত যে শুন্যতা এর নাম হতাশা কাফন
একবার জাপটে ধরে, আজীবন সঙ্গীর মতন!
কোনদিকে যাবো, কোনদিকে আলো?
কোনদিকে ফুটেছে সফেদ ফুল, কোন দিক ভালো?
আজীবন খুঁজে ফিরি, হে আমার মঙ্গলালোক,
একবার হৃদয়ে জ্বালো, একবার একটু সুখ আমার হোক।
একবার একটা সদয় মন সামনে দাঁড়াক,
একবার বন্ধু কেউ কাছে এসে যদি দেয় হাঁক।
আসমুদ্র লবণের পানির মাঝে একটু সুপেয় জল,
আমার কি প্রাপ্য নয়৷? বল ওরে বল।
আমিও সুবাস চাই আর সব প্রাণীর মতন
একটু বাতাস চাই, আলো আর একটু যতন।
একটু মধুর বাণী, মন ভালোর একটু দাওয়াই
একটু ভরসা শুধু, ভালো থাকা এই শুধু চাই।
না হয় এমন করে পড়ে রবো নিস্তরঙ্গ আমি
একদিন ভরাট হবে নিঃসঙ্গ এই মনোভূমি।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:৪৮